চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

প্রতিবন্ধীদের স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে : চবি উপাচার্য

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:১৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ^বিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার বলেছেন, প্রতিবন্ধীরা সমাজের একটি অংশ, সমাজের বিত্তবান ব্যক্তি ও প্রতিষ্ঠান একটু সহায়তার হাত সম্প্রসারণ করলে তারা হয়ে ওঠতে পারে কর্মসক্ষম নাগরিক । ‘দি ফিউচার ইজ এক্সসিবল ’ । এ প্রতিপাদ্যকে ধারণ করে গতকাল ৩ ডিসেম্বর ২৮তম আন্তর্জাতিক ও ২১তম জাতীয় প্রতিবন্ধী দিবস উপলক্ষে কনসার্ন সার্ভিসেস ফর ডিসঅ্যাবেলড (সিএসডি) -এর উদ্যোগে হাটহাজারী নন্দীরহাট গুপ্তপাড়া কার্যালয়ে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিএসডি’র উপদেষ্টা প্রফেসর ড. শামসুল আলম, প্রফেসর ড. তোফায়েল আহমেদ, প্রফেসর শিশির বড়–য়া, প্রফেসর ড. হানিফ সিদ্দিকী, এলিট পেইন্ট গ্রুপ অব কোম্পানিজ এর সিনিয়র জেনারেল ম্যানেজার এ এইচ এম কফিল উদ্দিন, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি নাজিম উদ্দিন শ্যামল, সিএসডি’র সহ-সভাপতি অরুণ দাশগুপ্ত, ফয়েজ নুর নাহার ফাউন্ডেশনের পরিচালক এডভোকেট রফিক মিয়া, সুলতানা জাহান রোজী ও হারুনুর রশীদ, রোটারী ক্লাব অব ইসলামাবাদ এর প্রেসিডেন্ট আলতাফ মাহমুদ হান্নান প্রমুখ। উপাচার্য বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়,তারা সহানুভূতিও চায় না, তারা চায় সুযোগ। সুযোগ পেলে তারাও দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে ভূমিকা রাখতে সক্ষম। তিনি প্রতিবন্ধীদের অবহেলার দৃষ্টিতে না দেখে কর্মক্ষেত্রে তাদের জন্য বিভিন্ন সুযোগ সৃষ্টি করে দেয়ার আহবান জানান।পরে উপাচার্য প্রতিবন্ধীদের মধ্যে হুইল চেয়ার বিতরণ করেন।সিএসডি’র সহ-সভাপতি শওকত হোসেন (এফসিএ) -এর সভাপতিত্বে এবং যুগ্ম সাধারণ সম্পাদক রিয়াজ মোহাম্মদের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সিএসডি’র সাধারণ সম্পাদক বিশ^জিত গুপ্ত বিশু। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন গাজী লোকমান হোসেন চৌধুরী। অনুষ্ঠানের শুরুতে সিএসডি’র সদস্যরা উদ্বোধনী সংগীত পরিবেশন করেন। অনুষ্ঠানে প্রতিবন্ধী ও তাদের পরিবারবর্গসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট