চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে সভায় বক্তারা

শান্তির আকাশ আর মেঘাচ্ছন্ন থাকবে না

মফস্বল ডেস্ক

৪ ডিসেম্বর, ২০১৯ | ৪:০৩ পূর্বাহ্ণ

পার্বত্য শান্তিচুক্তির ২২ বছর পূর্তি উপলক্ষে ২ ডিসেম্বর রাঙামাটি, বান্দরবান ও খাগড়াছড়ি জেলার বিভিন্ন উপজেলায় র‌্যালিশেষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘পাহাড়ি বাঙালি ভাই ভাই দেশ গঠনে এগিয়ে যাই’, ‘ঐক্যের মাঝে শান্তি পাই পাহাড়ি বাঙালি ভাই ভাই’, ‘পার্বত্য শান্তিচুক্তি বাস্তবায়ন কর’ ইত্যাদি স্লোগান-সংবলিত ব্যানার-ফেস্টুনসহ র‌্যালিগুলোতে অংশ নেয় পাহাড়িদের পাশাপাশি বাঙালিরাও। আয়োজিত সভায় বক্তারা বলেন, শান্তির আকাশ আর মেঘাচ্ছন্ন থাকবে না।

খাগড়াছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, পার্বত্যচুক্তির বাইশ বছর পূর্তি উপলক্ষে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। পার্বত্য জেলা পরিষদ ও খাগড়াছড়ি রিজিয়নের উদ্যোগে সোমবার পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণে শান্তির পায়রা ও বেলুন উড়িয়ে বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধন করেন শরণার্থীবিষয়ক টাস্কফোর্সের চেয়ারম্যান কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। র‌্যালি শেষে আলোচনা সভায় বক্তব্য রাখেন, তিন পার্বত্য জেলার সংরক্ষিত আসনের সংসদ সদস্য বাসন্তী চাকমা, সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. ফয়জুর রহমান, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, বিজিবির সেক্টর কমান্ডার কর্নেল গাজী মো. সাজ্জাদ, ডিজিএফআই এর ডেট কমান্ডার কর্নেল নাজিম উদ্দিন, জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, পৌর মেয়র মো. রফিকুল আলম প্র্রমূখ। এদিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (এম.এন লারমা সমর্থিত সংস্কার গ্রুপ) শহরে এক বিশাল র‌্যালি বের করে। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পানখাইয়া পাড়ায় মারমা সংসদ কার্যালয়ের কমিউনিটি সেন্টারে এক সমাবেশ করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কেন্দ্রীয় কমিটির তথ্য ও প্রচার সম্পাদক সুধাখর ত্রিপুরা। বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি বিমল জ্যোতি চাকমা, মহালছড়ির উপজেলা ভাইস-চেয়ারম্যান কাকলী খীসা, ঢাকা ও চট্টগ্রাম থেকে আগত বিভিন্ন বিশ^বিদ্যালয়ে শিক্ষক নেতৃবৃন্দ। বক্তরা দীর্ঘ ২২ বছরেও শান্তিচুক্তির বাস্তবায়ন না হওয়ার অভিযোগ এনে তা দ্রুত বাস্তবায়নের দাবি জানান। র‌্যালিতে রাঙ্গামাটি, বান্দরবান ও জেলার বিভিন্ন উপজেলা থেকেও নেতাকর্মীরা অংশ নেয়।

রাজস্থলী: নিজস্ব সংবাদদাতা জানান, রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনীর ২৩ ইস্ট বেঙ্গল ডেয়ারিং টাইগার্স রেজিমেন্টের উদ্যোগে র‌্যালি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন রাজস্থলী আর্মি ক্যাম্পের কমান্ডার ক্যাপ্টেন সৌমিক ইসলাম। প্রধান অতিথি ছিলেন ২৩ ইস্ট বেঙ্গল কাপ্তাই জোনের অধিনায়ক লে. কর্নেল তৌহিদুজ্জামান, পি.এস.সি। বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উবাচ মারমা, ২৩ ইস্ট বেঙ্গলের উপ অধিনায়ক মেজর আসাদুজ্জামান লিংকন, উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক, রাজস্থলী আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন শাকিব, সাবেক উপজেলা চেয়ারম্যান উথিনসিন মারমা, রাজস্থলী থানা অফিসার ইনচার্জ মফজল আহম্মদ খান, ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা ভাইস-চেয়ারম্যান, উচসিন মারমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রুইহ্লাঅং মারমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবুল কালাম আজাদ, ওসি তদন্ত সৈয়দ ওমর ফারুক, উপজেলা মহিলা আ.লীগের সভাপতি লংবতি ত্রিপুরা। সভা শেষে উপজেলা চত্বরে শান্তির পায়রা উড়িয়ে বর্ণাঢ্য র‌্যালির সূচনা করা হয়। র‌্যালিটি উপজেলা পরিষদ গণমিলনায়তনের সামনে হতে শুরু হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে এসে শেষ হয়।

লক্ষ্মীছড়ি: নিজস্ব সংবাদদাতা জানান, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ ও লক্ষ্মীছড়ি জোনের যৌথ আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানার সামনে গিয়ে শেষ হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহাংগীর আলম, পিএসসি, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, লক্ষ্মীছড়ি থানা অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবির র‌্যালিতে অংশ নেন। এছাড়াও জনপ্রতিনিধি, হেডম্যান, কার্বারী, শিক্ষক-ছাত্র-ছাত্রী সর্বস্তরের পাহাড়ি-বাঙালি, রাজনৈতিক নেতৃবৃন্দ র‌্যালিতে অংশ নেন। র‌্যালি শেষে লক্ষ্মীছড়ি জোনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। লক্ষ্মীছড়ি জোন কমান্ডার লে. কর্নেল মো. জাহাংগীর আলম, পিএসসি প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বাবুল চৌধুরী, উপজেলা নির্বাহী অফিসার জাহিদ ইকবাল, লক্ষ্মীছড়ি থানা অফিসার্স ইনচার্জ হুমায়ূন কবির। বিকাল ৩টায় লক্ষ্মীছড়ি উপজেলা পরিষদ মাঠে আয়োজন করা হয় প্রীতি ফুটবল ম্যাচ। এতে লক্ষ্মীছড়ি জোন ও ইউনিয়ন পরিষদ প্রতিদ্বন্দ্বিতা করে।

নাইক্ষ্যংছড়ি বিজিবি: নিজস্ব সংবাদদাতা জানান, নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়ন জোন (বিজিবি) এর আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ব্যাটালিয়নের দরবার হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি ১১ ব্যাটালিয়নের জোন কমন্ডার লে. কর্নেল আসাদুজ্জামান খান। সভাপতিত্ব করেন ব্যাটেলিয়নের সহকারী পরিচালক জামাল হোসেন। উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম কাজল, উপদেষ্টা মাঈনুদ্দীন খালেদ, সাংবাদিক আব্দু রশিদ, সোনাইছড়ি ইউনিয়নের জারুলিয়াছড়ি মৌজার হেডম্যান মং য়ে মার্মা, সদর ইউনিয়নের ধুংরী হেডম্যান পাড়া সমাজ নেতা মং ওয়াই মার্মা, মার্মা যুবনেতা উহ্লা ফো চাক্ প্রমূখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট