চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৩০ বছর পর সাজার আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর, ২০১৯ | ৯:০৯ অপরাহ্ণ

৩০ বছর আগে ছিনতাইয়ের মামলায় সাজা পাওয়া এক আসামিকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। নগরীর কোতোয়ালীর হাজারী গলি থেকে সোমবার (২ ডিসেম্বর) রাতে মো. আসলাম (৫৩) নামের এ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালী থানার ওসি মো. মহসিন জানান, স্বর্ণ ব্যবসায়ী আসলাম ১৯৮৭ সালে নগরীর পলোগ্রাউন্ড এলাকায় এক পথচারীর কাছ থেকে টাকা ছিনতাই করলে লোকজন তাকে ধরে পুলিশে দিয়েছিল। ওই সময় এক মাস কারাগারে থেকে জামিনে বের হওয়ার পর ১৯৮৯ সালে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তার ৩ বছরের সাজা হয়। পরে তার আবেদনের প্রেক্ষিতে হাই কোর্ট মামলাটি স্থগিত করলেও ২০০৩ সালে সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখে।

ওসি মহসিন জানান, সম্প্রতি চট্টগ্রাম মহানগর আদালত থেকে আমাদের কাছে আসলামের গ্রেপ্তারি পরোয়ানা আসে। ওই পরোয়ানাসূত্রে রাতে হাজারী গলিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

আসলামের কাছ থেকে পাওয়া তথ্যের বরাতে তিনি জানান, ১৯৮৭ সালে পলোগ্রাউন্ডের ওয়াজী উল্লাহ ইনস্টিটিউটে তারা তিন বন্ধু মিলে ভ্যারাইটি শো দেখতে গিয়েছিলেন। রাতভর শো দেখে বের হয়ে ভোরে এক পথচারীর টাকা ছিনতাই করেছিলেন আসামি আসলাম।

পূর্বকোণ-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট