চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

খুলশী ক্লাব’র উদ্যোগে পটিয়ায় ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্র্রদান

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৫৩ পূর্বাহ্ণ

চট্টগ্রাম খুলশী ক্লাব লি. এর ব্যবস্থাপনায় ও পটিয়ার জিরি জনকল্যাণ সংঘের আয়োজনে দিনব্যাপী ফ্রি চিকিৎসা সেবা ও ওষুধ প্র্রদান করা হয়েছে। গতকাল শুক্রবার জিরি আমানিয়া লোকমান হাকিম সরকারি প্র্রাথমিক বিদ্যালয়ে এ চিকিৎসা সেবা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদের হুইপ সামশুল হক চৌধুরী এমপি এই চিকিৎসা সেবা উদ্বোধন করেন। এতে এক হাজার রোগীকে বিভিন্ন রোগের চিকিৎসা ও ২০০ জন রোগীকে চোখের ছানি অপারেশনের জন্য চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়। এতে চিকিৎসা সেবা প্র্রদান করেন চক্ষু বিশেষজ্ঞ ডা. এম এ করিম, তাসমিয়া তাহমিদ, নাক কান ও গলা বিষেজ্ঞ ডা. মামুন ইবনে আমিন, শিশু রোগ বিশেষজ্ঞ আশরাফুল আলম শাকিল, ডা. শংকর কুমার ঘোষ, ফারুক আহমদ, ডায়াবেটিস বিশেষজ্ঞ ডা. জসিম উদ্দিন, মেডিসিন বিশেষজ্ঞ ডা. এস এম কিবরিয়া ও ডা. মোহাম্মদ কুতুব উদ্দিন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম খুলশী ক্লাব লি. এর সভাপতি মোহাম্মদ সামশুল আলম, মীর গ্রুপের এমডি আবদুস ছালাম, আল আরাফা ইসলামী ব্যাংকের পরিচালক আহমদুল হক আহমদ, জেলা পরিষদ সদস্য দেবব্রত দাশ দেবু, জেলা আ. লীগ নেতা বিজন চক্রবর্তী, হুইপের এপিএস হাবিবুল হক চৌধুরী, জিরি জনকল্যাণ সংঘের সভাপতি নুরুল আবছার, এম এজাজ চৌধুরী, আজিমুল হক, আমিনুল ইসলাম, আবদুল আলিম, শাহজাহান বাহাদুর প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট