চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জ্যোতিষ সম্মেলনের সংবর্ধনা অনুষ্ঠানে প্যানেল মেয়র হাসনী

মানব জাতির সঠিক দিক নির্দেশনায় অগ্রণী ভূমিকা রাখে জ্যোতিষবিদরা

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৫২ পূর্বাহ্ণ

চট্টগ্রাম জে.এম সেন হল প্রাঙ্গণে নেপাল ভারতসহ বিভিন্ন দেশ থেকে আগত বিদেশি ও দেশি জ্যোতিষবিদ গণদের সংবর্ধনা প্রদান অনুষ্ঠান ও আলোচনা সভা ড. মুহম্মদ আনিসুল হকের সভাপতিত্বে ও ড. শ্রীরাম আচার্য্যরে পরিচালনায় গতকাল শুক্রবার অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্যানেল মেয়র চৌধুরী হাসান মাহমুদ হাসনী। তিনি বলেন, দেশের মানব কল্যাণে জ্যোতিষ চর্চা। মানব জাতির সঠিক চলার পথে দিক নির্দেশনার অগ্রণী ভূমিকা রাখে জ্যোতিষবিদরা। এতে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক কাঞ্চন মহাজন, কল্যাণ চক্রবর্তী, ড. জি কিবরিয়া, ডা. সহদেব বিষ্টা, গনেশ্যাম ওভেদি, কেশবরাজ যোশি, ড. বিশ্বজিৎ ভট্টাচার্য্য, জেবি ম্যাজারিনো, চিত্ত রঞ্জন আচার্য্য, ড. মোহাম্মদ আজিম শাহ, জাহিদ ইকবাল, খলিলুর রহমান, দীপক জ্যোতি আইচ, অর্চ্চনা দেবী, মিল্টন বারী, কমল পাওডেল, বিশ্বজিৎ হালদার, ইয়াছিন আরাফাত মেহেদী, এস.এম. রাকিব হাসান, রতন আচার্য্য, শেখ টুটুল, চিন্ময় চৌধুরী মিঠুন, কানুরাম আচার্য্য প্রমুখ। আলোচনা সভা শেষে দেশি ও বিদেশি এস্ট্রলজার্সদের সম্মাননা প্রদান করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট