চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় বিষ প্রয়োগে ধান ক্ষেত নষ্ট করার অভিযোগ

নিজস্ব সংবাদদাতা, আনোয়ারা

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩৪ পূর্বাহ্ণ

আনোয়ারা উপজেলার খাসখামা গ্রামে জমিতে রোপণকৃত ধানের চারায় অতিরিক্ত মাত্রায় বিষ প্রয়োগ করে ক্ষতি করার চাঞ্চল্যকর তথ্য পাওয়া গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্টদেরকে লিখিত অভিযোগ দিয়েছে বিষ্ণু পদ পাল। সংঘটিত ঘটনায় এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

অন্যান্য ভূমির মালিকদের মাঝেও ধান ক্ষেতে বিষ প্রয়োগের আতঙ্ক দেখা দিয়েছে। জানা যায়, আনোয়ারা উপজেলার খাসখামা গ্রামের বাসিন্দা মৃত বাদল পালের পুত্র বিষ্ণু পদ পাল চলতি মৌসুমে জমিতে ধানের চাষ করেন। ৩ গ-া নাল ভূমিতে ধানের চারা রোপণ করলে চারাগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। ধানের চারাগুলোতে শীষ এবং ধান দেখা দিলে গত ১৩ নভেম্বর ভোরে শত্রুতাবশত দুর্বৃত্তরা ধান ক্ষেতে বিষ প্রয়োগ করে ক্ষতির চেষ্টা চালায়। বিষ প্রয়োগ করায় ধানের চারাগুলো ধূসর বর্ণ ধারণ করেছে। এতে ধানের চারাগুলো সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণ কয়েক হাজার টাকা হবে। এ ব্যাপারে বিষ্ণু পদ পাল বাদি হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে গত ১৭ নভেম্বর লিখিত অভিযোগ দিয়েছেন। এছাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ও আনোয়ারা থানার ওসিকে বিষয়টি লিখিতভাবে জানানো হয়েছে। পুলিশ অভিযোগটি তদন্ত করছে।

এ ব্যাপারে বিষ্ণু পদ পাল জানায়, অতিরিক্ত কীটনাশক প্রয়োগ করে আমার ধানের ক্ষেত নষ্ট করেছে প্রতিপক্ষরা।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট