চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

র‌্যালি ও আলোচনা সভা পটিয়ায়

বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ পালন

নিজস্ব সংবাদদাতা, পটিয়া

২৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩৪ পূর্বাহ্ণ

বিশ্ব এন্টিবায়োটিক সচেতনতা সপ্তাহ উপলক্ষে পটিয়ায় রোগ নিয়ন্ত্রণ বিভাগ, সিডিসি স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে ২১ নভেম্বর সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

র‌্যালিটি পটিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু হয়ে চট্টগ্রাম-কক্সবাজার আরাকান সড়কের উপজেলা চত্বর ঘুরে আবারও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে শেষ হয়। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তব্য রাখেন পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. একরামুল আজম, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা লুৎফুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাঈনুদ্দিন মজুমদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. উজ্জ্বল হোসেন, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. প্রিয়া ঘোষ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনসালটেন্ট মেডিসিন ডা. তানিয়া তাজরিন। সভায় বক্তারা বলেন, মাত্রাতিরিক্ত এন্টিবায়োটিক ব্যবহারের মাধ্যমে মানুষের শরীরে দীর্ঘমেয়াদী ক্ষতি হচ্ছে। যার কারণে মানুষ অল্প বয়সেই মৃত্যু ডেকে আনছে। এন্টিবায়োটিকের যথাযথ ব্যবহার না হওয়ার কারণেই দরিদ্র পরিবারের মানুষের অর্থ অপচয়ের পাশাপাশি ভবিষ্যত প্রজন্ম সংক্রামক ব্যাধিতে আক্রান্ত হয়ে বিভিন্ন সমস্যার মুখোমুখি হচ্ছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট