চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নৌবাহিনী স্কুল ও কলেজে সশস্ত্রবাহিনী দিবস পালন

২৩ নভেম্বর, ২০১৯ | ৪:৪৯ পূর্বাহ্ণ

সশস্ত্রবাহিনী দিবস উদযাপন উপলক্ষ্যে গত ২১ নভেম্বর নৌবাহিনী স্কুল ও কলেজ অডিটোরিয়ামে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। সকাল সোয়া ৮টায় কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতির বাণী পাঠ করেন সহকারী প্রধান শিক্ষক রোকসানা বেগম এবং কলেজ কো-অর্ডিনেটর প্রবীর চৌধুরী। বাণী পাঠের পর সশস্ত্রবাহিনীর কর্মকা- সম্বলিত তথ্যচিত্র প্রদর্শন করা হয়। তথ্যচিত্র প্রদর্শনীর পর স্কুল ও কলেজ ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে সশস্ত্রবাহিনী সম্পর্কিত বক্তৃতা ও আবৃত্তি পরিবেশিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণের পর নৌবাহিনী স্কুল ও কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন জাহাঙ্গীর খান বক্তব্য রাখেন।

তিনি সশস্ত্রবাহিনীর অবদানের কথা উল্লেখ করে নানা প্রতিকূলতার মাঝেও আমাদের স্বাধীন বাংলাদেশ এবং স্বাধীনতা নিয়ে গর্ববোধ করতে ছাত্র-ছাত্রীদের অনুপ্রাণিত করেন। অনুষ্ঠানে বাংলাদেশ নৌবাহিনী কলেজ চট্টগ্রামের অধ্যক্ষসহ সকল শিক্ষক ও ছাত্রছাত্রীগণ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট