চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

জামেয়া ময়দানে জুমা পড়ালেন কাসেম শাহ

মোনাজাত করলেন সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্

২৩ নভেম্বর, ২০১৯ | ৪:৪৯ পূর্বাহ্ণ

আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের ব্যবস্থাপনায় গতকাল শুক্রবার সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মাজিআ) ও সৈয়্যদ মুহাম্মদ হামিদ শাহ্ (মা.জি.আ)’র উপস্থিতিতে সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা জি আ)’র খেতাবতে নামাজে জুমা নগরীর ষোলশহরস্থ জামেয়া আহমদিয়া সুনিèয়া আলিয়া ময়দানে অনুষ্ঠিত হয়। নামাজ শেষে সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ)’র হাতে অনেক মুসল্লি সিলসিলায়ে আলীয়া কাদেরিয়া ত্বরিকায় দিক্ষীত হন। সৈয়্যদ মুহাম্মদ তাহের শাহ্ (মা.জি.আ.) বাংলাদেশসহ সারা বিশ্বের মুসলিম উম্মাহ’র শান্তি, সমৃদ্ধি ও উনèতি কামনা করে দো’য়া ও মুনাজাত পরিচালনা করেন।

সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ) নামাজে জুমার খুৎবা দেন। খুৎবা শেষে সৈয়্যদ মুহাম্মদ কাসেম শাহ্ (মা.জি.আ)’র ইমামতিতে নামাজে জুমা অনুষ্ঠিত হয়। আনজুমান-এ-রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট’র সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মহসিন, সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, এডিশনাল জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সামশুদ্দিন, জয়েন্ট জেনারেল সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, এসিস্টেন্ট জেনারেল সেক্রেটারী এস.এম. গিয়াস উদ্দিন শাকের, ফাইন্যান্স সেক্রেটারী মোহাম্মদ সিরাজুল হক, প্রেস এন্ড পাবলিকেশন সেক্রেটারী প্রফেসর কাজী শামসুর রহমান, আন্জুমান সদস্য মোহাম্মদ আলী, আবদুল কাদির খোকন, তসকীর আহমদ, কেন্দ্রীয় গাউসিয়া কমিটি বাংলাদেশ’র চেয়ারম্যান পেয়ার মোহাম্মদ, জামেয়া আহমদিয়া সুনিèয়া কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মুহাম্মদ অছিয়র রহমান, উপাধ্যক্ষ মাওলানা ড.আ.ত.ম লিয়াকত আলীসহ কর্মকর্তা-সদস্যবৃন্দ, দক্ষিণ জেলার সম্পাদক মুহাম্মদ হাবিবুল্লাহসহ অন্যান্য কর্মকর্তা ও সদস্যবৃন্দ, জামেয়ার আহমদিয়া সুনিèয়া আলিয়ার শিক্ষকবৃন্দসহ হাজার হাজার পীরভাই, ভক্ত-অনুরক্ত, উম্মতী মুহাম্মদী (দ) নামাজে জুমা আদায় করেন। হুজুর কেবলায়ে আলম’র সভাপতিতে¦ ও সাহেবজাদাদ্বয়ের উপস্থিতিতে আজ শনিবার, বেলা ৩টা হতে নামাজে এশা পর্যন্ত হালিশহরস্থ আনজুমান ট্রাস্ট পরিচালনাধীন মাদ্রাসা-এ- তৈয়্যবিয়া ইসলামিয়া সুনিèয়া ফাযিল এর সালানা জলসা অনুষ্ঠিত হবে।

এছাড়াও, আগামী ২৫ নভেম¦র সোমবার, বেলা ৩টা হতে নামাজে এশা পর্যন্ত কক্সবাজার বিমানবন্দরস্থ মাদ্রাসা-এ- তৈয়্যবিয়া তাহেরিয়া সুনিèয়া আলিম এ অনুষ্ঠিত সালানা জলসায় হুজুর কেবলায়ে আলম প্রধান মেহমান এবং সাহেবজাদাদ্বয় বিশেষ মেহমান হিসাবে উপস্থিত থাকবেন। উল্লেখ্য, হুজুর কেবলা ২৬ নভেম্বর সকাল ১১টায় মহিলা বায়আত করাবেন এবং বিকালে বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওয়ানা করবেন। আনজুমান কেবিনেট নেতৃবৃন্দ-সদস্যবৃন্দ, গাউসিয়া কমিটি বাংলাদেশ’র সর্বস্তরের কর্মকর্তা-সদস্যবৃন্দ উপরোক্ত কর্মসূচিতে অংশগ্রহণ করবেন। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট