চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিলস-ডিটিডিএ’র উদ্যোগে মাল্টি-স্টেকহোল্ডার বৈঠকে বক্তারা

টেকসই জাহাজভাঙ্গা শিল্প গড়তে সম্মিলিত প্রয়াস দরকার

২৩ নভেম্বর, ২০১৯ | ৪:৪৮ পূর্বাহ্ণ

নিরাপদ কর্মক্ষেত্র এবং টেকসই জাহাজভাঙ্গা শিল্প গড়ে তোলার লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজ (বিলস) এবং ডেনিস ট্রেড ইউনিয়ন

ডেভেলপমেন্ট এজেন্সির (ডিটিডিএ) উদ্যোগে গোল টেবিল বৈঠক স্থানীয় এশিয়ান এস আর হোটেলে গত ২০ নভেম্বর সকালে অনুষ্ঠিত হয়।

‘মাল্টিস্টেকহোল্ডারস অন ওএইচএস সিচুয়েশন ইন শিপ ব্রেকিং এন্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক গোল টেবিল সভায় সভাপতিত্ব করেন শ্রমিক নেতা এ এম নাজিম উদ্দিন। উপস্থিত ছিলেন শ্রমিক নেতা তপন দত্ত, শফর আলী, বিলস’র নির্বাহী সদস্য মো. নাঈম শাহ ইমরান, মো. সেকান্দার হোসেন, অভিক ওসমান, শিপন চৌধুরী, ডা. বিশ্বজিৎ রয়. শুভঙ্কর দত্ত, পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা নূর হোসেন সজিব, রিজওয়ানুর রহমান খান, পাহাড়ি ভট্টাচার্য, ফজলুল কবির মিন্টু, জাহাজভাঙ্গা শ্রমিক নেতা আব্দুর রহিম মাস্টার, নূরুল আবসার, মো. আলী প্রমুখ। সঞ্চালনায় ছিলেন আবু ইউসুফ মোল্লা।

এতে বক্তারা বলেন, জাহাজভাঙ্গা শিল্পে পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিতকরণ একটি বড় চ্যালেঞ্জ। জাহাজভাঙ্গা শিল্পকে শোভন শিল্পে রূপান্তরিত করতে ধারাবাহিকভাবে পরিকল্পিত কার্যক্রম গ্রহণ ও বাস্তবায়ন অত্যাবশ্যক। এটি শুধুমাত্র সরকারের একার দায়িত্ব নয়, এটি বরং শিল্প সংশ্লিষ্ট সকল পক্ষের দায়িত্ব।

সভাপতির ভাষণে এ এম নাজিম উদ্দিন উপস্থিত মালিক পক্ষ এবং সরকারি দপ্তরের কর্মকর্তাদের ধন্যবাদ জানান। তিনি এ শিল্পকে স্থায়ী ও টেকসই করার জন্য সকল পক্ষের আন্তরিক সহযোগিতা কামনা করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট