চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

আত্মসমর্পণ অনুষ্ঠানস্থল পরির্দশনে প্রশাসনের প্রতিনিধিদল

মহেশখালীতে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে অস্ত্রসহ শতাধিক জলদস্যুর আত্মসমর্পণ কাল

নিজস্ব সংবাদদাতা হ মহেশখালী

২২ নভেম্বর, ২০১৯ | ৩:০২ পূর্বাহ্ণ

মহেশখালী উপকূলের শতাধিক জলদস্যু আত্মসমর্পণের প্যান্ডেল তৈরি হচ্ছে, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও আইজি আসবেন আগামীকাল শনিবার সকালে। মহেশখালী উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠিত হবে। উক্ত স্কুলের মাঠে প্যান্ডেল, মঞ্চ, নিরাপত্তা বেষ্টনী তৈরি সহ তৈরিকৃত ম্যাপ অনুযায়ী আনুষঙ্গিক কাজ শেষ হবে। মহেশখালী থানা কর্তৃপক্ষ এই কাজ তদারকি করছে।

জনতাবাজার-কালারমারছড়া গোরকঘাটা সড়কের দু-পাশে মন্ত্রীর আগমনকে কেন্দ্র করে চলছে গেইট নির্মাণ। তবে জলদস্যুদের এ আত্মসমর্পণে শান্তি ফিরে আসবে বলে জানিয়েছেন স্থানীয় নোনাছড়ি বাজারের ব্যবসায়ী আব্দুল মজিদ সওদাগর ও স্থানীয় লোকজন। আত্মসমর্পণকারীদের স্বাভাবিক জীবনে ফিরে আসতে রাষ্ট্রীয় উদ্যোগে তাদেরকে প্রণোদনা দেওয়া হবে বলে প্রশাসনের একটি সূত্র জানিয়েছে। উপজেলার কালারমারছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে জলদস্যুদের আত্মসমর্পণ অনুষ্ঠানের প্যান্ডেল তৈরির কাজ শেষ

হবে আজ। অপরদিকে, মহেশখালীর কালারমারছড়ায় অনুষ্ঠিতব্য উপকূলের জলদস্যু ও অস্ত্রের কারিগরদের আত্মসমর্পণ অনুষ্ঠানস্থল পরিদর্শন করেছেন কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল। গতকাল বৃহস্পতিবার বিকাল ৪টায় পুলিশের অতিরিক্ত সুপারের নেতৃত্বে আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা অনুষ্ঠানস্থল পরির্দশন করেন। প্রতিনিধি দলে ছিলেন, সহকারী পুলিশ সুপার মতিউল, মহেশখালী থানার ওসি প্রভাষ চন্দ্র ধরসহ আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক আকরাম হোসেন, তোফাইল আহমদ, সরওয়ার আজম মানিক, জাহেদ চৌধুরী, হোসাইব সজীব ও কালারমারছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তারেক বিন ওসমান শরীফ।

জানা গেছে, আত্মসমর্পণ অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, পুলিশের মহাপরির্দশক জাবেদ পাটোয়ারী ছাড়াও মহেশখালী-কুতুবদিয়ার এমপি আলহাজ আশেক উল্লাহ রফিকসহ, আইনশৃঙ্খলা বাহিনীর উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট