চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

পটিয়ায় লবণ মিল মালিকদের সতর্ক করলেন ইউএনও

২২ নভেম্বর, ২০১৯ | ২:১৮ পূর্বাহ্ণ

গুজব ছড়িয়ে লবণের বাজারে অস্থিরতা ও বেশি দামে বিক্রি না করতে লবণ মিল মালিকদের সর্তক করলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের ম্যাজিষ্ট্রেট হাবিবুল হাসান। গত ২০ নভেম্বর ইন্দ্রপুল লবণ শিল্প নগরীর লবণ মিল কারখানা পরিদর্শন করে মিল মালিকদের সর্তক করেন তিনি। কোন ব্যবসায়ী অতিরিক্ত দামে লবণ বিক্রি করে অস্থিরতা সৃষ্টি করলে জেল জরিমানা প্রদান করা হবে। এর আগে ইউএনও ভ্রাম্যমান আদালত পরিচালনা করে অনুমোদনবিহীন খোলা বিস্কুট ও খাবার সামগ্রী বিক্রির দায়ে মিরাজ স্টোরের মালিক মফিজুর রহমানকে ১০ হাজার টাকা, শাহ আমান আলী স্টোরের মালিক মো. নুর কাশেমকে ১০ হাজার টাকা ও অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে তেল বিক্রির দায়ে বড়–য়া স্টোরের মালিক পারদর্শী বড়ুয়াকে ২ হাজার টাকা জরিমানা করে আদায় করেছেন। ইউএনও হাবিবুল হাসান জানিয়েছেন, গুজব ছড়িয়ে অতিরিক্ত দামে লবণ বিক্রি করা হলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ব্যাপারে লবণ মিল মালিককে সর্তক করে দেওয়া হয়েছে। অতিরিক্ত দামে লবণ বিক্রি করলে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে জরিমানা করা হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট