চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

সপ্তাহান্তে কর আদায় ৫৭০ কোটি ২৪ লাখ ২ হাজার ৭০৫ টাকা

নিজস্ব প্রতিবেদক

২১ নভেম্বর, ২০১৯ | ৩:০৮ পূর্বাহ্ণ

চট্টগ্রাম কর অঞ্চলের সপ্তাহব্যাপী আয়কর মেলা গতকাল বুধবার শেষ হয়েছে। এবারের মেলায় রিটার্ন জমা পড়েছে ৫৮ হাজার ৬১৭টি। বিপরীতে কর আদায় হয়েছে ৫৭০ কোটি ২৪ লাখ ২ হাজার ৭০৫ টাকা। এছাড়া মেলায় নতুন ই-টিআইন নিবন্ধন করেছেন ৫ হাজার ৪৫২ জন এবং সেবা গ্রহণ করেছেন ৩ লাখ ৬ হাজার ৪৪৯ করদাতা। এরমধ্যে গতকাল মেলার শেষদিনে ১৩ হাজার ২৩২ রিটার্নের বিপরীতে আদায় হয় ৭৩ কোটি ৭০ লাখ ৮৪ হাজার ৫১৮ টাকা। নতুন ই-টিইআইন নিবন্ধন করেছেন ২ হাজার ১৮৫ জন এবং সেবা গ্রহণ করেছেন ৪৬ হাজার ৮৮২ করদাতা। আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহবায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান এসব তথ্য জানান। তিনি আরো জানান, গতকাল কর অঞ্চল-১ এর অধীনে ৪ হাজার ১৫৪ রিটার্নের বিপরীতে কর আদায় হয়েছে ৫০ কোটি ৮৯ লাখ ৮৫ হাজার ৪৭৮ টাকা। এছাড়া নতুন ই-টিআইএন নিয়েছেন ৮৪০ এবং সেবা নেন ১২ হাজার ৯৫৫ করদাতা। কর অঞ্চল-২ এর অধীনে ২ হাজার ৫২৫টি রিটার্নের বিপরীতে ৯ কোটি ৮৫ লাখ ৫৪ হাজার ২১৩ টাকা আদায় হয়েছে। এছাড়া নতুন ই-টিআইএন নিয়েছেন ২৫৬ জন এবং সেবা নিয়েছেন ১১ হাজার ৭৫ জন। কর অঞ্চল-৩ এর অধীনে ৩ হাজার ১৫১ টি রিটার্নের বিপরীতে ৫ কোটি ৬৫ লাখ ২২ হাজার ৫৫৪ টাকা কর আদায় হয়েছে। নতুন ই-টিআইএন নিয়েছেন ৪১৪ জন। এছাড়া সেবা নিয়েছেন ১১ হাজার ৪৭৮ করদাতা। কর অঞ্চল-৪ এর অধীনে ৩ হাজার ৩৫৭টি রিটার্নের বিপরীতে ৭ কোটি ২৮

লাখ ৪৬ হাজার ৫৯০ টাকা আয়কর আদায় হয়েছে। নতুন ই-টিআইএন নিয়েছেন ৬৭৫ জন এবং সেবা নিয়েছেন ১১ হাজার ২৯৮ করদাতা। এছাড়া জরিপ রেঞ্জ-৩ এর অধীনে ৪৫টি রিটার্নের বিপরীতে আয়কর জমা পড়েছে এক লাখ ৭৫ হাজার ৬৮৩ টাকা। প্রসঙ্গত, আয়কর মেলার প্রথমদিনে ৪ হাজার ৯৩৩ রিটার্নে আদায় হয় ৩৩ কোটি ১৮ লাখ ৭৫ হাজার ৭৫৪ টাকা। মেলার দ্বিতীয় দিন ৭ হাজার ১১৫ রিটার্নে ৮৫ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৪২৬ টাকা, তৃতীয় দিন ৮ হাজার ৫৬৯ রিটার্নে ৭৪ কোটি ৫ লাখ ৮৭ হাজার ৬৪১ টাকা, চতুর্থ দিন ৬ হাজার ১৯০ রিটার্নে ১১৪ কোটি ৯৬ লাখ ৬০ হাজার ৬২৭ টাকা আদায় হয়েছে। এছাড়া পঞ্চম দিন ৮ হাজার ৬ রিটার্ন দাখিলের বিপরীতে ৮৫ কোটি ৯৯ লাখ ২ হাজার ৯৫৩ টাকা, ষষ্ঠ দিন ১০ হাজার ৫৭২ রিটার্নে ১০৩ কোটি ৬ লাখ ৩৩ হাজার ৭৮৬ টাকা আদায় হয়েছে।

গত ১৪ নভেম্বর আয়কর নিয়ে ভীতি দূর করা এবং সচেতনতা সৃষ্টির লক্ষ্যে জিইসি কনভেনশন সেন্টারে সপ্তাহব্যাপী আয়কর মেলা শুরু হয়। এবারের মেলা সফল হয়েছে বলে জানান মেলা আয়োজক কমিটি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট