চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

খুন, নারী নির্যাতন ও চুরিসহ অপরাধ কমাতে পরামর্শ

এসপি মিনাসহ ২৯ অফিসার-ফোর্স পুরস্কৃত

২১ নভেম্বর, ২০১৯ | ১:২৩ পূর্বাহ্ণ

পুলিশ চট্টগ্রাম রেঞ্জের মাসিক অপরাধ পর্যালোচনা সভা গতকাল ২০ নভেম্বর বুধবার নগরীর হালিশহরস্থ জেলা পুলিশ লাইন্সের সিভিক সেন্টারে রেঞ্জ ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম-এর সভাপতিত্বে অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে চট্টগ্রাম জেলা জেলা পুলিশের উন্নয়ন ও সাফল্যের সংকলন ‘অগ্রযাত্রা’ স্মরণিকার মোড়ক উন্মোচন করেন ডিআইজি। সভায় বিগত অক্টোবর’১৯ মাসে জঙ্গিবাদ, অস্ত্র, মাদক নির্মূল, ওয়ারেন্ট তামিল, মামলা দ্রুত নিস্পত্তি, অপরাধ নিয়ন্ত্রণে দক্ষতা, গুরুত্বপূর্ণ আলোচিত মামলার মামলার রহস্য উদঘাটন, নিয়মিত মামলার আসামি গ্রেপ্তার, পরোয়ানা তামিল ও কোর্টে প্রসিকিউশন পক্ষের মামলা পরিচালনাসহ সার্বিক বিবেচনায় ভালো কাজের জন্য ১৭ ক্যাটাগরিতে রেঞ্জের ২৯জন অফিসার-ফোর্সকে পুরস্কৃত করা হয়েছে। এতে শ্রেষ্ঠ জেলার পুরস্কার নিয়েছেন চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরেআলম মিনা বিপিএম-বার, পিপিএম। গতকাল ২০ নভেম্বর অক্টোবর মাসের অপরাধ পর্যালোচনা সভায় তাদের প্রত্যেকের হাতে পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের সভাপতি চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক বিপিএম (বার), পিপিএম।

অপরাধ পর্যালোচনা সভায় চট্টগ্রাম রেঞ্জের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও অপরাধ সূচক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। গত সেপ্টেম্বর এবং অক্টোবর মাসে সংঘটিত অপরাধের মাত্রা তুলনামূলকভাবে পর্যালোচনা করা হয়। এতে সেপ্টেম্বর’১৯ মাসের চেয়ে অক্টোবর’১৯ মাসে রেঞ্জের বিভিন্ন জেলায় ডাকাতি, দস্যুতা, খুন, অপরাধজনক বল প্রয়োগ, নারী নির্যাতন, চুরিসহ সম্পত্তি সংক্রান্ত অপরাধ সংঘটনের মাত্রা বৃদ্ধির হার লক্ষ্য করা যায়। রেঞ্জ ডিআইজি এ ধরণের অপরাধ নিয়ন্ত্রণে রাখার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট পুলিশ সুপার’দের নির্দেশ প্রদান করেন। এছাড়া নারী ও শিশু নির্যাতন, সিঁধেল চুরি এবং গরু চুরির প্রবণতা তুলনামূলকভাবে হ্রাস পাওয়ায় তিনি সন্তোষ প্রকাশ করেন এবং এ ধরণের অপরাধ আরো কমিয়ে আনার পদক্ষেপ গ্রহণের পরামর্শ প্রদান করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট