চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আমিরাত যাচ্ছেন ইডিইউ শিক্ষার্থীরা

২০ নভেম্বর, ২০১৯ | ২:২৫ পূর্বাহ্ণ

বিশ্বমানের উচ্চশিক্ষা দেয়ার প্রতিশ্রুতি রক্ষায় আরেকধাপ এগিয়ে যাচ্ছে ইস্ট ডেল্টা ইউনিভার্সিটি (ইডিইউ)। ভিন্ন দেশের সংস্কৃতির সাথে পরিচিত ও বহুজাতিক প্রতিষ্ঠান কিভাবে পরিচালিত হয় তা শেখাতে শিক্ষার্থীদের ৮ দিনের জন্য আন্তর্জাতিক বাণিজ্য নগরী দুবাই ও আবুধাবিতে নিয়ে যাচ্ছে ইডিইউ কর্তৃপক্ষ। ছাত্রছাত্রীর মধ্যে প্রতিষ্ঠান পরিচালনার জ্ঞান এবং নেতৃত্ব ও উদ্যোক্তা তৈরি করতে ইন্টারন্যাশনাল গ্র্যাজুয়েট লিডারশিপ এক্সপেরিয়েন্স (আইজিএলই) নামের এ কোর্স চালু করা হয়েছে। বাংলাদেশে প্রথম বিশ্ববিদ্যালয় হিসেবে শিক্ষার্থীদের প্রতি সেমিস্টারে বিশ্বের উন্নত বাণিজ্য নগরীগুলোতে নিয়ে যাবে ইডিইউ। এতে প্রথম ব্যাচে অংশ নিচ্ছে ২০ জন। তাদের সঙ্গে যোগ দিচ্ছেন ৪ জন ফ্যাকাল্টি মেম্বার ও ২ জন প্রশাসনিক কর্মকর্তা। আগামী ২৩ নভেম্বর তারা রওয়ানা হবেন। দুবাই-আবুধাবির নানা ঐতিহাসিক ও উল্লেখযোগ্য স্থান, যেমন- কালচারাল হেরিটেজ সাইট, গ্লোবাল ভিলেজ, শেখ যায়েদ ইউনিভার্সিটি, ফ্রি জোন ও নলেজ পার্কে নিয়ে যাওয়া হবে তাদের। এছাড়া লেবার ক্যাম্পে শ্রমিকদের জীবনযাপন দেখানোর মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে জীবনবোধ ও নৈতিকতা গড়ে তোলা হবে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট