চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বাড়তি মূল্যে লবণ বিক্রি : মুদি দোকানিসহ ৬ ব্যবসায়ীকে জরিমানা

লোহাগাড়া সংবাদদাতা

১৯ নভেম্বর, ২০১৯ | ১১:৪৫ অপরাহ্ণ

চট্টগ্রামের লোহাগাড়ায় লবণ ও পেঁয়াজের দাম বেশি নেয়ায় জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) রাত সাড়ে ৯টায় বটতলী মোটর স্টেশনে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী অফিসার তৌছিফ আহমেদের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পদ্মাসন সিংহ।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তানভীর স্টোরকে ২০ হাজার টাকা, কামাল স্টোরকে ২০ হাজার টাকা, ফরিদ স্টোরকে ২০ হাজার টাকা, হাজী আলী এন্ড সন্সকে ১০ হাজার টাকা, হাজী এ. রহমান এন্ড সন্সকে ২৫ হাজার টাকা ও কাঁচা বাজারের এক মুদি দোকানিকে ৫ জরিমানা করা হয়।

তৌছিফ আহমেদ জানান, নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে লবণ ও পেঁয়াজ বিক্রি করায় অভিযান চালিয়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে জরিমানা করা হয়েছে। নির্ধারিত মূল্যের চেয়ে দোকানদার যদি বেশি দাম দাবি করে তাহলে সাথে সাথে প্রশাসনকে জানানোর অনুরোধ জানিয়েছেন। সামনেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

পূর্বকোণ/মনির-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট