চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রামুতে মাসব্যাপী প্রত্নতাত্ত্বিক জরিপ শুরু

১৯ নভেম্বর, ২০১৯ | ২:২২ পূর্বাহ্ণ

কক্সবাজারের চার উপজেলায় প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজের উদ্বোধন করা হয়েছে গত ১৬ নভেম্বর।

রামুর কাউয়ারখোপ ইউনিয়নের উখিয়ারঘোনা এলাকায় কাঁনা রাজার সুড়ঙ্গ বা আঁধারমানিক গুহা চত্বরে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের আঞ্চলিক পরিচালক ড. মো. আতাউর রহমান। প্রধান অতিথি ছিলেন সড়ক পরিবহন ও সেতু বিভাগের যুগ্ম সচিব মো. জাকির হোসেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের চট্টগ্রাম ও সিলেট বিভাগের উদ্যোগে প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান কাজ পরিচালনা করা হচ্ছে। রামু, উখিয়া, মহেশখালী ও কক্সবাজার সদর উপজেলায় মাসব্যাপী চলবে এ কার্যক্রম। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের এসপি জিল্লুর রহমান, রামু সরকারি কলেজের অধ্যক্ষ আবদুল হক, কক্সবাজার সিভিল সোসাইটির সভাপতি ফজলুল কাদের, সাধারণ সম্পাদক আ.ন.ম হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যান, নুরুল হক কোম্পানী, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, ওসমান সরওয়ার মামুন, কবি এম সুলতান আহমদ মনিরী, বাঘখালী রেঞ্জ কর্মকর্তা আতা-ই এলাহী, শিক্ষক নুরুল আবছার, আতিকুর রহমান, ওসমান গনি ও রিয়াজুল কবির। সাংবাদিক সোয়েব সাঈদের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তানভীর সরওয়ার রানা, ছড়াকার কামাল হোসেন, রামু প্রেস ক্লাবের সাবেক সভাপতি খালেদ শহীদ, সাংবাদিক নীতিশ বড়–য়া, মোর্শেদুর রহমান খোকন প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন, প্রত্নতাত্ত্বিক জরিপ ও অনুসন্ধান টিমের ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিল্ড অফিসার মো. শাহীন আলম, সহকারী কাস্টোডিয়ান মো. হাফিজুর রহমান, গবেষণা সহকারী মো. ওমর ফারুক, সার্ভেয়ার চাইথোয়াই মারমা, ওমর ফারুক, লক্ষণ দাস প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট