চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নিউমার্কেট চত্বরকে শহীদ কামাল উদ্দিন চত্বর নামকরণ

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০১৯ | ৫:৩৩ অপরাহ্ণ

নগরীর নিউমার্কেট চত্বরকে শহীদ কামাল উদ্দিন চত্বর নামে নামকরণ করা হয়েছে। সিটি কলেজ ছাত্র সংসদ ও কলেজ শিক্ষার্থীদের দীর্ঘদিনের এই দাবির প্রতি সম্মান জানিয়ে চসিক নির্বাচিত পরিষদের ৫১তম সাধারণ সভায় নিউমার্কেট চত্বরকে শহীদ কামাল উদ্দিন চত্বর এর নামকরণে সিদ্ধান্ত গৃহীত হয়। এদিকে চসিকের নির্বাচিত পরিষদ নিউমার্কেট চত্বরকে শহীদ কামাল উদ্দিন চত্বর নামে নামকরণের ঘোষণা করায় মেয়রকে অভিনন্দন জানিয়েছে  শহীদ কামাল স্মৃতি সংসদ।

এ উপলক্ষে ১৭ নভেম্বর (রবিবার) বিকালে শহীদ কামাল উদ্দিনস্মৃতি সংসদের নেতৃবৃন্দ সিটি মেয়র  আ জ ম নাছির উদ্দীনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। তারা এ নামকরণের জন্য মেয়রের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। সিটি করপোরেশন টাইগারপাস কনফারেন্স হলে এ সভায় সভাপতিত্ব করেন  আনিসুর রহমান লিপন।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শহীদ কামালউদ্দিন স্মৃতি সংসদের উপদেষ্টা জামশেদুল আলম চৌধুরী, কাউন্সিলর তারেক সোলায়মান সেলিম, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, মো. মোরশেদ আকতার চৌধুরী, সাবেক কমিশনার জালাল উদ্দিন ইকবাল, মশিউর রহমান, সাইদুর রহমান,মাকসুদ আলম বাবুল,আতাউল্লাহ চৌধুরী,মাঈনউদ্দিন খসরু,তাবিজ সুলতান শামীম আহমেদ,মাহবুবুল হক সুমন,হাসানুর রহমান, আব্দুল হাই,মাহবুবুল হক, শওকত হোসেন,পুলক খাস্তগীর,জহির উদ্দিন বাবর,আব্দুস সালাম মাসুম মো. সাইফুদ্দিন ও সাদেক হোসেন পাপ্পু। 

উল্লেখ্য,  কামাল উদ্দিন সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক জিএস ছিলেন। ১৯৮৮ সালের ১৬ আগস্ট ছাত্রনেতা কামাল উদ্দিন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তার সহযোদ্ধার চিকিৎসার্থে রক্ত দিতে গিয়ে সেখানে ওৎ পেতে থাকা সন্ত্রাসীদের ছুরিকাঘাত ও গুলিবিদ্ধ হয়ে মারাত্মক আহত হন। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ২১ আগস্ট তিনি  মৃত্যুবরণ করেন। 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট