চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চট্টগ্রামে গ্যাস লাইন বিস্ফোরণের তদন্ত শুরু

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০১৯ | ১২:২৭ অপরাহ্ণ

নগরীর পাথারঘাটা ব্রিকফিল্ড সড়কে ভয়াবহ বিস্ফোরণে সাতজন নিহতের ঘটনায় গঠিত জেলা প্রশাসনের পাঁচ সদস্যর তদন্ত কমিটি কাজ শুরু করেছে। এছাড়া চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে গঠিত তিন সদস্যর তদন্ত কমিটিও কাজ শুরু করেছে। কমিটিগুলো দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করার পাশাপাশি কোন কর্তৃপক্ষের অবহেলা আছে কিনা তাও খতিয়ে দেখবে বলে  জানান কমিটির সদস্যরা।

কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডর (কেজিডিসিল) চার সদস্যের তদন্ত কমিটি রবিবার (১৭ নভেম্বর) সন্ধ্যায় প্রাথমিক তদন্ত শেষে কেজিডিসিএল’র ব্যবস্থাপনা পরিচালকের কাছে তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়, গ্যাস লাইনের কোনো সমস্যা থেকে বিস্ফোরণের সূত্রপাত হয়নি। দুর্ঘটনায় আহত নয়জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর মধ্যে তিনজনের অবস্থা গুরুতর। আর একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোন মামলা হয়নি।

প্রসঙ্গত, চট্টগ্রামের পাথরঘাটায় রবিবার (১৭ নভেম্বর) বেলা নয়টায় বড়ুয়া ভবনে বিস্ফোরণে সাতজন নিহত হয়। এ ঘটনায় আহত হন প্রায় ২৪ জন। গ্যাস লাইনের বিস্ফোরণের কারণে এ দুর্ঘটনা ঘটেছে বলে ঘটনার পরপরই ফায়ার সার্ভিস থেকে জানোনো হয়েছে।

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট