চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসবে বক্তারা

বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব

নিজস্ব প্রতিবেদক

১৮ নভেম্বর, ২০১৯ | ৩:০৬ পূর্বাহ্ণ

বর্তমান সরকার সংস্কৃতি বান্ধব। এটাই সঠিক সময় আমাদের সাংস্কৃতিক অঙ্গনকে আরো সামনে এগিয়ে নেয়ার। নাট্য সংগঠনের সাথে জড়িত ব্যক্তিদের তাই আরো সচেতন হতে হবে। নাটকের মাধ্যমে ওঠে আসে সমাজের বিভিন্ন বিষয়। বিশেষ করে ‘নান্দীমুখ’র মতো প্রতিষ্ঠানের নাটকে ওঠে আসে অসম্প্রদায়িকতা, কুসংস্কার ও বর্তমান প্রেক্ষাপট সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়। যা মানুষকে সচেতনতার বার্তা দের। নান্দীমুখ আন্তর্জাতিক নাট্য সংগঠন বিদেশি কালচারের সাথে পরিচিতি ও আমাদের কালচার তুলে ধরায় ভূমিকা রাখছে। নান্দীমুখ আন্তর্জাতিক নাট্যোৎসবে অতিথিরা এ কথা বলেন। ৩০ বছরে পথচলা উপলক্ষে গত বৃহস্পতিবার নয় দিনের আন্তর্জাতিক নাট্যোৎসবের আয়োজন করে নান্দীমুখ। গতকাল রবিবার অনুষ্ঠানের চতুর্থ দিনে মুক্তেমঞ্চের সভায় উপস্থিত ছিলেন অধ্যাপক ম. সাইফুল আলম, নির্দেশক ও অভিনেতা অধ্যাপক সনজীব বড়–য়া, নাট্যকার ও নির্দেশক দীপক চৌধুরী, আকবর রেজা ও নওশীন ইসলাম দীশা।

অধ্যাপক ম. সাইফুল আলম বলেন, একটি নাট্যদলই পারে সমাজের পরিবর্তন আনতে।

আলোচনা পর্ব শেষে দলীয় সংগীত পরিবেশন করে সৃজামী সাংস্কৃতিক অঙ্গন। মুক্তমঞ্চ আলোচনা পর্ব শেষে মূল মিলনায়তনে মঞ্চেস্থ করে ভারতীয় নাট্যদল ‘আমতা পরিচয়’ অভিনীত নাটক ‘সাবিত্রীবাঈ ফুল’। আজ সন্ধ্যা ছয়টায় ‘সবার পথ’ নাট্যদলের অংশগ্রহণে মঞ্চস্থ হবে নাটক ‘ত্রিনয়ন’।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট