চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

কথিত বন্দুকযুদ্ধে নিহত দুই ‘রোহিঙ্গা মাদককারবারি’

নাইক্ষংছড়ি সংবাদদাতা

১৭ নভেম্বর, ২০১৯ | ১২:৪৬ অপরাহ্ণ

বান্দরবানে বিজিবির সাথে গুলিবিনিময়ে দুই ‘রোহিঙ্গা চোরাকারবারি’ নিহত হয়েছে। আজ রবিবার (১৭ নভেম্বর) ভোর ৫ টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার তুমব্রু মিয়ানমার সীমান্তের চেয়ারম্যান ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর ওই এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবাসহ একটি শুটারগান ও গুলি উদ্ধার করেছে বিজিবি। নিহত দুই মাদককারবারি হলেন মোহাম্মদ ইয়াসিন (৩০) ও মো. হোসেন আলী (২২)। এদের বাড়ি কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে।

বিজিবি ৩৪ ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ ও পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার বলেন, আজ ভোরে তুমব্রু সীমান্তের চেয়ারম্যান ব্রিজ এলাকায় বিজিবির একটি টহল দল পৌঁছালে সেখানে চোরাকারবারিরা বাধা দেয়। পরে বিজিবি সাথে চোরাকারবারিদের গুলিবিনিময়ে ২ রোহিঙ্গা চোরাকারবারি গুলিবিদ্ধ হয়। তাদের উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে। নিহতদের কাছ থেকে বি জি বি ৪০ হাজার পিস ইয়াবা একটি শুটারগান ও ২ রাউন্ড গুলি উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে নিহত দুজন বিজিবি উপর গুলি বর্ষণকারী মামলার এজহারভুক্ত আসামি। ঘটনার পর তুমব্রু সীমান্তে বিজেপি নিরাপত্তা বাড়ানো হয়েছে।

 

 

 

 

 

 

 

পূর্বকোণ/এম

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট