চট্টগ্রাম বুধবার, ২৪ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

ইস্টার্ন ইউনিভার্সিটিতে সমাবর্তন

১৭ নভেম্বর, ২০১৯ | ৩:২৬ পূর্বাহ্ণ

ইস্টার্ন ইউনিভার্সিটির ষষ্ঠ সমাবর্তন গতকাল শনিবার সাভারের আশুলিয়ায় বিশ^বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে। বিশ^বিদ্যালয় চত্বরে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সভাপতিত্ব করেন শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী এমপি। অনুষ্ঠানে ইউনিভার্সিটির চারটি অনুষদ থেকে সর্বোচ্চ সিজিপিএ প্রাপ্ত মোট নয়জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়। সমাবর্তন বক্তা ছিলেন যুক্তরাষ্ট্রের বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য এফেয়ার্স জোয়েন ওয়্যাগনার। বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেন বাংলাদেশ বিশ^বিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। অতিথি হিসেবে বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান লিয়াকত হোসেন মোগল। স্বাগত বক্তব্য দেন ইস্টার্ন ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন।সমাবর্তন অনুষ্ঠানে সনদ ও গোল্ড মেডেলপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে শিক্ষা উপমন্ত্রী মহীবুল হাসান চৌধুরী বলেন, এই অর্জনের সুফল দেশ ও জাতির উন্নয়নে কাজে লাগাতে হবে।বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. সহিদ আকতার হুসাইন ,কলা অনুষদের ডিন অধ্যাপক তাহমিনা আহমেদ। ২০১৬ সালের ফল সেমিস্টার থেকে এ বছরের সামার সেমিস্টার পর্যন্ত ২৯৭২ জন শিক্ষার্থী গ্র্যাজুয়েশন করেছেন ইস্টার্ন ইউনিভার্সিটি থেকে। তাদের মধ্য থেকে প্রায় ১৮০০ শিক্ষার্থী গতকাল অনুষ্ঠানে সার্টিফিকেট গ্রহণ করেন। চারটি অনুষদ থেকে মোট নয়জন শিক্ষার্থী এ বছর স্বর্ণপদকের জন্য মনোনীত হন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট