চট্টগ্রাম শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

শুদ্ধাচারী রাজনীতিকরাই কল্যাণমুখী রাজনীতির সোপান : নঈম উদ্দিন

১৭ নভেম্বর, ২০১৯ | ৩:২৬ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা নঈম উদ্দিন চৌধুরী বলেন, রাজনীতির মূল লক্ষ্য হতে হবে জনকল্যাণমুখী আর্থ-সামাজিক ব্রত। সাংসদ মঈন উদ্দিন খান বাদলই ছিলেন তেমনই একজন মানুষ যিনি রাজনীতিকে জনকল্যাণমুখী সেবাব্রত হিসেবে ধারণ করে ছিলেন। তিনি মঈন উদ্দিন খাঁন বাদলের শোকসভায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। বঙ্গবন্ধু সাংষ্কৃতিক জোট চট্টগ্রাম জেলার উদ্যোগে গতকাল বিকেলে জেলা শিশু একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত এই শোকসভায় মুখ্য আলোচকের বক্তব্যে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা এম রেজাউল করিম চৌধুরী বলেন, মঈন উদ্দিন খাঁন বাদল আমার রাজনৈতিক সতীর্থ। মুক্তিযুদ্ধের চেতনাই ছিলো তাঁর আদর্শিক ও রাজনৈতিক শক্তি। স্বাগত বক্তব্যে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম বলেন বাদল ভাইকে যতটুকু জানি তা যথেষ্ট নয়। তবে শুদ্ধাচারী রাজনীতিক হিসেবে তিনি পরিশুদ্ধ। এডভোকেট সৈয়দ খোরশেদ আলম হেলাল’র সভাপতিত্বে ও এডভোকেট টিপুশীল জয়দেব’র সঞ্চালনায় শোকসভায় স্বাগত বক্তব্য রাখেন বঙ্গবন্ধু সাংস্কৃিতক জোট চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক মোহাম্মদ খোরশেদ আলম। বক্তব্য রাখেন মোহরা ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল কালাম, নগর যুবলীগের সদস্য সুমন দেবনাথ, এম এ মান্নান শিমুল, তিষণ সেন গুপ্তা, সজল দাশ প্রমুখ। শোকসভার শুরুতেই প্রয়াত মুক্তিযোদ্ধা মঈন উদ্দিন খান বাদল ও ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ট্রেন দুর্ঘটনায় নিহত সকলের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট দাঁড়িয়ে নিরবতা পালন করা হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট