চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

নারীদের ঋতুস্রাব বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইয়ুথ’স ভয়েস’র উদ্যোগে ওয়াক ম্যারাথন ও মানববন্ধন

১৭ নভেম্বর, ২০১৯ | ১:২৫ পূর্বাহ্ণ

‘আসুন মাসিক নিয়ে কথা বলি’ এই স্লোগানকে সামনে রেখে মেয়েদের ঋতুস্রাব বা পিরিয়ড নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে নগরীতে ওয়াক ম্যারাথন আয়োজন করেছে ইয়ুথ’স ভয়েস নামক সামাজিক সংগঠন। শনিবার সকালে ডিসিহিল থেকে শুরু হয়ে এই ম্যারাথন প্রেসক্লাব প্রাঙ্গণে শেষ হয়। এতে চট্টগ্রামের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন শ্রেণী-পেশাজীবিসহ প্রায় ৪শ’ জন মানুষ অংশগ্রহণে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরীর ২১ নম্বর জামালখান ওয়ার্ড কাউন্সিলর শৈবাল দাস সুমন। ঋতুস্রাব নিয়ে সমাজের প্রচলিত কুসংস্কার দূরীভূত করতে এবং এ বিষয়ে নারী-পুরুষ নির্বিশেষে সবাইকে সচেতন করতে ইয়ুথ ওয়ার্ল্ডওয়াইড ফাউন্ডেশন এর যুব শাখা ইয়ুথ’স ভয়েস ২০১৫ সাল থেকে কাজ করে যাচ্ছে।-বিজ্ঞপ্তি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট