চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

আনোয়ারায় বাবুর স্মরণসভা

যোগ্য পিতার সন্তান হিসেবে গর্ববোধ করি : ভূমিমন্ত্রী

নিজস্ব সংবাদদাতা হ আনোয়ারা

১৬ নভেম্বর, ২০১৯ | ৩:১৩ পূর্বাহ্ণ

ভূমিমন্ত্রী আলহাজ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, যোগ্য পিতার সন্তান হিসেবে নিজেকে গর্ববোধ করি। তার অবর্তমানে সংগঠনের দায়িত্ব পালনে আমাদেরকে যোগ্য করে তুলেছেন। যার বদৌলতে আজ আমি ভূমিমন্ত্রী। তিনি আরও বলেন, জীবিত বাবুর চেয়ে মৃত বাবু অনেক শক্তিশালী। দিন যতই যাচ্ছে ততই বাবুর স্মরণ সভায় লোকে লোকারণ্য হচ্ছে। তিনি মরেও অমর। তার আদর্শে আদর্শিত হয়ে কাজ করলে মানুষের কল্যাণ হবে। তিনি সফল সংগঠক, ব্যবসায়ী, রাজনীতিবিদ হিসেবে সারাদেশে সুনাম অর্জন করেছেন। তিনি আরো বলেন, আনোয়ারা বিশ্বের দরবারে পরিচিত হচ্ছে। উন্নয়ন প্রকল্পগুলো বাস্তবায়ন হলে আনোয়ারার চিত্র পাল্টে যাবে। গতকাল শুক্রবার বিকেলে আনোয়ারা উপজেলার চাতরী চৌমুহনী বাজারে উপজেলা যুবলীগের উদ্যোগে আ. লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুর ৭ম মৃত্যুবার্ষিকীতে আয়োজিত স্মরণসভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন। উপজেলা যুবলীগ আহ্বায়ক শওকত ওসমানের সভাপতিত্বে এবং অনুপম চক্রবর্ত্তী বাবু ও আবদুল মালেকের যৌথ সঞ্চালনায় প্রধান বক্তা ছিলেন দক্ষিণ জেলা যুবলীগের সভাপতি আ. ম. ম টিপু সুলতান চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আ. লীগের সভাপতি অধ্যাপক এম এ মান্নান চৌধুরী, সা. সম্পাদক এম এ মালেক, জেলা পরিষদ সদস্য এসএম আলমগীর চৌধুরী, শামসুদ্দিন আহমেদ চৌধুরী, চেয়ারম্যান মো. সোলায়মান, একান্ত সহকারী সচিব রিদোয়ানুল করিম চৌধুরী সায়েম, ব্যক্তিগত সহকারী ইমরান হোসেন বাবু, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জসিম উদ্দিন, সা. সম্পাদক মো. সৈয়দ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সভাপতি আলী আকবর ও সা. সম্পাদক জাফর ইকবাল তালুকদার। বক্তব্য রাখেন সদস্য এম. নজরুল ইসলাম, খোরশেদ আলম, রেজাউল করিম চৌধুরী আনিছ, এডভোকেট আলম, নিজামুল হক প্রমুখ। স্মরণ সভায় উপজেলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিত ছিলেন।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট