চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিটি মেয়রের সাথে বৈঠকে চেন হাউ

বাংলাদেশ উন্নয়নে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে

১৬ নভেম্বর, ২০১৯ | ২:৪২ পূর্বাহ্ণ

সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীনের সাথে চায়না ইউননান প্রভিনসিয়াল ডেলিগেশন কমিটির প্রধান, চায়না কমিউনিস্ট পার্টির সাধারণ সম্পাদক চেন হাউ এর নেতৃত্বে উচ্চ পর্যায়ের এক প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ করেছেন। গতকাল শুক্রবার চট্টগ্রাম ক্লাবে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতকালে প্রতিনিধি দলের মধ্যে বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি. জিমিং, ইউনাল প্রভিনস কমিউনিস্ট পার্টির ডেপুটি জেনারেল সেক্রেটারি ইয়াং হংবো, ডাইরেক্টর জেনারেল ইউনাল প্রভিনস সরকারের ফরেন এফেয়ার্স অফিসার পো হং, ডেপুটি ডাইরেক্টর জেনারেল ইউ সুকন, চায়না ডেভেলপমেন্ট ব্যাংক ইউনান ব্রাঞ্চ এর প্রেসিডেন্ট ডাক্তার হং জিনগুয়া এবং চায়না কমিউনিকেশন কন্সক্ট্রাকশন কোম্পানি লি. এর ভাইস প্রেসিডেন্ট জো. জিংবো রয়েছেন। এছাড়া সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, সিটি মেয়রের একান্ত সচিব মোহাম্মদ আবুল হাশেম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক ও প্রধান নগর পরিকল্পনাবিদ এ কে এম রেজাউল করিম উপস্থিত ছিলেন। সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দীন চায়না কমিউনিস্ট পার্টির সেক্রেটারি ও অন্যান্যকে স্বাগত জানিয়ে বলেন, বাংলাদেশ ও চীনের সম্পর্ক নতুন নয়, বহু পুরনো। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক শুরু হওয়ার পর থেকে বরাবরই তা চমৎকার ছিল, ক্রমে তা আরও নিবিড় হয়েছে এবং এই সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ।

বৈঠকে চীনা কমিউনিস্ট পার্টির সেক্রেটারি বাংলাদেশ স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ খুব চমৎকার বলে উল্লেখ করে বর্তমান সরকারকে ধন্যবাদ জানান। তিনি বলেন, একটি দেশের উন্নয়নের জন্য দরকার রাজনৈতিক স্থিতিশীলতা। বর্তমান প্রধানন্ত্রীর নেতৃত্বে সেই অনুকূল পরিবেশ এখন বিরাজ করছে। যার ফলে বাংলাদেশ উন্নয়নে অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ এখন বিশ্বে উন্নয়নের রোল মডেল বলে তিনি উল্লেখ করেন। চীনের সাথে বাংলাদেশ সম্পর্ক কিভাবে আরো জোরদার করা যায় সেই প্রশ্নের উত্তরে সিটি মেয়র বলেন, জ্বালানি, বিদ্যুৎ, যোগাযোগ ও বর্জ্য ব্যবস্থাপনায় দু’দেশের সম্পর্ক এগিয়ে নেয়া সম্ভব।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট