চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণ

বাড়তি ফি নেয়ার অভিযোগ রাউজানে

অতিরিক্ত টাকা আদায় বন্ধে চলছে ছাত্রলীগের অবহিতকরণ কার্যক্রম

জাহেদুল আলম, রাউজান

১৬ নভেম্বর, ২০১৯ | ২:১৯ পূর্বাহ্ণ

রাউজানে এসএসসি ও দাখিল পরীক্ষার ফরম পূরণে বাড়তি ফি আদায়ের অভিযোগ তুলে এর প্রতিবাদ জানিয়েছে উপজেলা ছাত্রলীগ। অতিরিক্ত ফি আদায় বন্ধে অভিযুক্ত শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের সাথে আলাপ-আলোচনা ও অভিভাবকদের অবহিতকরণ কার্যক্রম চালাচ্ছে উপজেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ। উপজেলা ছাত্রলীগের সভাপতি জিল্লুর রহমান মাসুদ ও সাধারণ সম্পাদক শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু দৈনিক পূর্বকোণকে বলেন, সরকারিভাবে ফরম ফি নির্ধারন করা হয়েছে বিজ্ঞান বিভাগের ক্ষেত্রে বোর্ড ফি ১৫০৫ টাকা, কেন্দ্র ফি ৪৬৫ টাকা, মোট ১৯৭০ টাকা। মানবিক ও বাণিজ্য বিভাগে বোর্ড ফি ১৪১৫ টাকা, কেন্দ্র ফি ৪৩৫ টাকা, মোট ১৮৫০ টাকা। কিন্তু এ নির্দেশনা অমান্য করে রাউজানের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ২০২০ সনের এসএসসি ও দাখিল পরীক্ষার অতিরিক্ত ফি হিসেবে ২০০০-৩০০০ টাকা থেকে শুরু করে ৫০০০ হাজার টাকা নেওয়ার অভিযোগ পেয়েছে তারা। এ বিষয়টি জানতে পেরে সাংসদপুত্র তরুণ সংগঠনক ফারাজ করিম চৌধুরীর নির্দেশে ছাত্র-ছাত্রীদের ন্যায্য অধিকার আদায়ের লক্ষ্যে গত কয়েকদিন ধরে তারা শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে গিয়ে সংশ্লিষ্টদের সচেতন করছেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলছেন। এ ব্যাপারে তারা বলেন, আমাদের কঠোর অবস্থানের কথা তাদের জানিয়েছি। এ লক্ষ্যে ফরম পূরণের নামে ডকুমেন্ট ছাড়া অতিরিক্ত টাকা আদায়, সরকারি নির্দেশনার বাহিরে টাকা নেওয়া, অতিরিক্ত ফি আদায় করছে কিনা তা তদন্ত করতে ছাত্রলীগ উপজেলার প্রায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাচ্ছে। এর বাইরেও কোন অভিযোগ থাকলে সরাসরি যোগাযোগ করার জন্য আমরা ছাত্র-ছাত্রী অভিভাবকদের বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। যোগাযোগ: মো. জিল্লুর রহমান মাসুদ, সভাপতি, রাউজান উপজেলা ছাত্রলীগ। মোবাইল ০১৮১৪৪২০৬৮২। মো. শাখাওয়াত হোসেন চৌধুরী পিবলু, সাধারণ সম্পাদক, রাউজান উপজেলা ছাত্রলীগ। মোবাইল- ০১৮১৮-৬৭০৪৩৫। এ কার্যক্রমে সহযোগিতা করছেন ছাত্রলীগ নেতা মনির তালুকদার, আবদুল্লাহ আল হাছান তানভীর, নাছির উদ্দিন, মো. মাসুদ, মো. সাইফুল, নুরুল আজম, আকাশ বড়–য়া রাজ, মো. মনির, মো. সম্রাট, সাফাত জামিল, রিটু বড়–য়া, নিফন দাশ, মাহফুজ আরিফ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট