চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

দ্বিতীয় দিনে আয়কর আদায় ৮৫ কোটি ২৬ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০১৯ | ৮:১৮ অপরাহ্ণ

আয়কর মেলার দ্বিতীয় দিনে চট্টগ্রামে রিটার্ন জমা পড়েছে ৭ হাজার ১১৫টি। এর বিপরীতে আয়কর আদায় হয়েছে ৮৫ কোটি ২৬ লাখ ৫৭ হাজার ৪২৬ টাকা। যা প্রথম দিনের আয়কর আদায়ের তুলনায় প্রায় ৫২ কোটি টাকা বেশি। মেলার তথ্য ব্যবস্থাপনা উপ-কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত আপিলাত কর কমিশনার মো. মাহমুদুর রহমান এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, দ্বিতীয় দিনে নতুন ই-টিআইএন নিয়েছেন ২২৫ জন। কর সেবা নিয়েছেন ৫৮ হাজার ৭১ জন। মেলার দ্বিতীয় দিনে আজ শুক্রবার (১৫ নভেম্বর) চট্টগ্রামের কর অঞ্চল-১ এ রিটার্ন জমা দিয়েছেন ২ হাজার ৩৮২ জন। এর বিপরীতে কর আদায় হয়েছে ৪৮ কোটি ৬৭ লাখ ৫ হাজার ৩৮৯ টাকা। নতুন ই-টিআইএন নিয়েছেন ৬২ জন। কর অঞ্চল-২ এ ১ হাজার ১৪৫ টি রিটার্নের বিপরীতে ২০ কোটি ১৩ লাখ ৫৯ হাজার ৯৮৩ টাকা, কর অঞ্চল-৩ এ ১ হাজার ৬০৩ টি রিটার্নের বিপরীতে ৮ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ৯৮৪ টাকা, কর অঞ্চল-৪ এ ১ হাজার ১০৩টি রিটার্নের বিপরীতে ৮ কোটি ১ লাখ ৮৭ হাজার ৮৬৫ টাকা আয়কর জমা হয়েছে।

এছাড়া জরীপ রেঞ্জ-৩ এ ১৭ টি রিটার্নের বিপরীতে আয়কর জমা পড়েছে ২ লাখ ৪৭ হাজার ৫৪১ টাকা। অন্যদিকে কক্সবাজার, রাঙামাটি ও সীতাকু-ে ১ হাজার ৪১৯টি রিটার্নের বিপরীতে আয়কর জমা পড়েছে ১ কোটি ৫৯ লাখ ৯ হাজার ৯৬৪ টাকা।

প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরের জিইসি কনভেনশন সেন্টারে আয়কর মেলায় নতুন ই-টিআইএন রেজিস্ট্রেশন, রিটার্ন দাখিলসহ সব আয়কর সেবা পাবেন।

 

 

পূর্বকোণ/আল-আমিন-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট