চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

৭ বছর পর কাল মিরসরাই আ. লীগের কাউন্সিল

এনায়েত হোসেন মিঠু হ মিরসরাই

১৫ নভেম্বর, ২০১৯ | ২:২৭ পূর্বাহ্ণ

দীর্ঘ সাত বছর পর আগামীকাল (শনিবার) অনুষ্ঠিত হতে যাচ্ছে মিরসরাই উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক কাউন্সিল। গত এক মাসের বেশি সময় ধরে এ কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে ক্ষমতাসীন দলটির স্থানীয় নেতাকর্মীরা ব্যস্ত সময় পার করেছেন। অবশেষে উপজেলার শীর্ষ দুই পদে নেতা নির্বাচন প্রক্রিয়ার অবসান হতে যাচ্ছে।

মিরসরাই উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী পূর্বকোণকে জানান, এবারের কাউন্সিলে তৃণমূলসহ মোট ৬৪৫ জন কাউন্সিলর অংশ নিবেন। এছাড়া কাউন্সিলের দিন উপজেলার ১৮টি দলীয় ইউনিট থেকে অন্তত ১৫ হাজার মানুষের সমাগম ঘটবে। শনিবার বিকাল ৩টায় উপজেলার মিঠাছরা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কাউন্সিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সভাপতি ম-লীর সদস্য সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি। কাউন্সিল অনুষ্ঠানের উদ্বোধন করবেন উত্তর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফজলে করিম এমপি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন সাধারণ সম্পাদক এম. এ সালাম। বিশেষ অতিথি থাকবেন উত্তর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মো. জসিম উদ্দিন।

এদিকে, কাউন্সিল ঘিরে উপজেলার প্রত্যন্ত অঞ্চলে আমেজের কমতি নেই। বিভিন্ন হাট-বাজার, পাড়া মহল্লায় সম্ভাব্য প্রার্থীদের পোস্টার-ফেস্টুন শোভা পাচ্ছে। এছাড়া কাউন্সিল অনুষ্ঠান সফল করতে মিরসরাই উপজেলা আওয়ামী লীগ তৃণমূল পর্যায়ে বৈঠকের পর বৈঠক করছেন। সর্বশেষ গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, মিরসরাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. জসিম উদ্দিনের বাড়িতে বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের সমন্বয়ে বৈঠক হয়।
কাউন্সিল অনুষ্ঠানের প্রস্তুতি সম্পর্কে মো. জসিম উদ্দিন পূর্বকোণকে বলেন, ‘চট্টগ্রামের আওয়ামী রাজনীতির অভিভাবক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের নিজের এলাকা মিরসরাই। তাই এ কাউন্সিল অনুষ্ঠানকে ঘিরে আমাদের প্রস্তুতি ব্যাপক। কাউন্সিল ঘিরে মিরসরইয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে।

এদিকে এবারের কাউন্সিলে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে বেশ কয়েকজন প্রার্থী মাঠে প্রচারণা চালিয়েছেন। কাউন্সিলরদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করেছেন। তবে ধারণা করা হচ্ছে এবার নেতা নির্বাচনের ক্ষেত্রে প্রত্যক্ষ ভোট নাও হতে পারে। সমঝোতার ভিত্তিতে সভাপতি সাধারণ সম্পাদক মনোনীত হতে পারে। সভাপতি পদে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন, উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির চৌধুরী, বর্তমান যুগ্ম সম্পাদক নুরুল মোস্তফা ও সদস্য ফেরদৌস হোসেন আরিফ। সাধারণ সম্পাদক হিসেবে উপজেলার ধুম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর ভূঁইয়া ও উপজেলা আওয়ামী লীগের বর্তমান সাংগঠনিক সম্পাদক এনায়েত হোসেন নয়নের নাম শোনা যাচ্ছে।

৯ নং মিরসরাই ইউনিয়ন আওয়ামী লীগের নব নির্বাচিত সভাপতি শামসুল আলম দিদার পূর্বকোণকে বলেন, ‘উপজেলা পর্যায়ে দল চালাতে অভিজ্ঞতার বিকল্প নেই। তবে আমরা চাই নতুন এবং পুরাতনে মিলিয়ে একটি শক্তিশালী কমিটি।’
৮ নং দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের নবনির্বাচিত সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন রুবেল পূর্বকোণকে বলেন, ‘আমাদের সর্বোচ্চ নেতা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন যে সিদ্ধান্ত দিবেন আমরা সকলেই মানার আগ্রহ নিয়ে সম্মেলনের প্রস্তুতি নিচ্ছি।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট