চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সেন্ট্রাল লায়ন্স ও লিও ক্লাবের উদ্যোগ সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষাসামগ্রী বিতরণ

১৫ নভেম্বর, ২০১৯ | ১:৪৫ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ক্লাবস ইন্টারন্যাশনাল, জেলা ৩১৫-বি৪ বাংলাদেশের জেলা গভর্নরের ডাক ‘হাসির তরে সেবা’কে প্রাধান্য দিয়ে দরিদ্র অসহায় শিক্ষার্থীদের উৎসাহিত করে মুখে হাসি ফুটিয়ে শিক্ষার আগ্রহ বৃদ্ধির মাধ্যমে জেলা গভর্নরের ডাককে সার্থক ও সফল করার জন্য সেন্ট্রাল লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের যৌথ উদ্যোগে এবং গতকাল বৃহস্পতিবার ঝাউতলা ডিজেল কলোনির বস্তি এলাকায় ভার্সিটির ছাত্র/ছাত্রীদের পরিচালিত ‘অক্ষয় আমরা’ স্কুলে সুবিধাবঞ্চিত এবং দরিদ্র শিশু শিক্ষার্থীদের মাঝে লিও ক্লাবের প্রজেক্ট এডুকেশন ফর এক্সিলেন্স এর অধীনে শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী, শিক্ষার্থীদের জন্য স্কুলে একটি হোয়াইট বোর্ড, পানির ফিল্টার, ফ্যান বিতরণ করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লায়ন্স জেলা ৩১৫বি৪ এর প্রাক্তন জেলা গভর্নর লায়ন মো. মোহাম্মদ মোস্তাক হোসাইন। সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সভাপতি লায়ন মো. শফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিজিয়ন চেয়ারপার্সন লায়ন এস এম কামাল পাশা, লায়ন এডভোকেট এম নুরুল ইসলাম, লায়ন হাসান মাহমুদ চৌধুরী, জোন চেয়ারপার্সন লায়ন নাজমুল কবির খোকন, ডিস্ট্রিক চেয়ারপার্সন লায়ন বেলাল উদ্দিন চৌধুরী, সেন্ট্রাল লায়ন্স ক্লাবের সহ-সভাপতি লায়ন খোর্শেদ আনয়োর চৌধুরী, লিও জেলা ৩১৫-বি৪ এর জয়েন্ট ট্রেজারার লিও দীপ্ত দে, সেন্ট্রাল লিও ক্লাব সভাপতি লিও জায়েদ হোসেন, লিও আবু নাছের রিফাত, লিও আসিফুল আলম, লিও মনির লিও আসিক প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট