চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

এশিয়ান উইমেন ভার্সিটির শিক্ষার্থীদের স্বতন্ত্র ক্যারিয়ার পোর্টাল এর যাত্রা শুরু

১৫ নভেম্বর, ২০১৯ | ১:৪৪ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের আগামী দিনের কর্মমূখী শিক্ষা কার্যক্রম ও ক্যারিয়ার গঠনে আরো সমৃদ্ধ করার লক্ষ্যে আর্ন্তজাতিক বিশ্ববিদ্যালয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন চালু করেছে স্বতন্ত্র ক্যারিয়ার পোর্টাল । আর এই কার্যক্রমটি বাস্তবায়ন করেছে এইউডব্লিও সেন্টার ফর ক্যারিয়ার ডেভেলপম্যান্ট এন্ড ইন্টারন্যাশনাল প্রোগ্রাম (সিডিআইপি) । পোর্টালটি ডেভেলপ করেন এইউডব্লিও ওয়েব ডেভেলপার জ্যাকলিন মারিয়া ডি কস্টা । এই উপলক্ষে গতকাল এক অনুষ্ঠানের আয়োজন করা হয় । এতে ক্যারিয়ার পোর্টালের যাবতীয় কার্যক্রম ও ব্যবহারের সুযোগ সুবিধা সম্পর্কে সবার সামনে তুলে ধরেন হেড অব সিডিআইপি আমিনা চৌধুরী । তিনি জানান আগামীতে এই ক্যারিয়ার পোর্টাল ব্যবহারের মাধ্যমে এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেনের বর্তমান ও গ্র্যাজুয়েট শিক্ষার্থীরা তাদের ইর্ন্টারশিপ ও ভবিষ্যৎ ক্যারিয়ার গঠনের জন্য যাবতীয় তথ্য ও বিশ্বের বিভিন্ন নামী দামী প্রতিষ্ঠানে চাকুরীর জন্য আবেদন করতে পারবে । এই সময় উপস্থিত ছিলেন ডিন অব স্টুডেন্টস রানিয়া কাসেম, হেড অব একাডেমিক রেজিস্ট্রি আনিকা ফারজিন চৌধুরী, ম্যানেজার সার্ভিস লার্নিং এন্ড কমিউনিটি এনগেজমেন্ট মোহাম্মদ ওবায়দুর রহমান , ইন্টারন্যাশনাল প্রোগ্রামস্ কো অর্ডিনেটর রাইসা শফিকউদ্দিন, ইর্ন্টানশিপ কোঅর্ডিনেটর কাঞ্চনা আরাচি । পোর্টালটি তৈরি করার জন্য সহযোগিতা করেন এইউডব্লিও এলামনাই কোঅর্ডিনেটর জুমানা আবুওয়ালা এবং সিডিআইপি স্টুডেন্ট এ¤ো^সেডর সাবিরা মাদাদী ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট