চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

রাঙ্গুনিয়ায় তথ্যমন্ত্রী রাজনীতি হচ্ছে একটা ব্রত জনকল্যাণের মাধ্যম

নিজস্ব সংবাদদাতা, রাঙ্গুনিয়া

১৫ নভেম্বর, ২০১৯ | ১:২০ পূর্বাহ্ণ

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, রাজনীতি কোনো পেশা নয়। রাজনীতি হচ্ছে একটা ব্রত। মানুষের কল্যাণে কাজ করার একটা মাধ্যম।

রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক আবু তাহেরসহ প্রয়াত নেতৃবৃন্দের শোকসভায় গত ১৩ নভেম্বর বিকেলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। ইউনিয়ন আ.লীগের উদ্যোগে শিলক বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি নুর নবী সওদাগর। ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আনোয়ার আহমেদ মাস্টারের সঞ্চালনায় বক্তব্য রাখেন উত্তরজেলা আ.লীগের উপদেষ্টা সাদেকুন নূর সিকদার, সাংষ্কৃতিক সম্পাদক স্বজন কুমার তালুকদার, ধর্মবিষয়ক সম্পাদক ও পৌর মেয়র মো. শাহজাহান সিকদার, কৃষিবিষয়ক সম্পাদক আলী শাহ, ইউপি চেয়ারম্যান নজরুল ইসলাম তালুকদার, উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার শামসুল আলম তালুকদার, পৌর আ.লীগ সভাপতি মাষ্টার আসলাম খাঁন, সাবেক ইউপি চেয়ারম্যান এমএ মান্নান চৌধুরী, মরহুম আবু তাহেরের বড় সন্তান মো. শাকিল প্রমুখ।

তথ্যমন্ত্রী আরো বলেন, দল পর পর তিনবার রাষ্ট্র ক্ষমতায়। তাই অনেক নেতার মধ্যে আলস্য চলে এসেছে। অনেকে মনে করছে দিন সবসময় এরকম যাবে। দল একসময় রাষ্ট্র ক্ষমতায় ছিল না। বঙ্গবন্ধুকে হত্যার পর আমরা দীর্ঘ ২১ বছর রাষ্ট্র ক্ষমতায় ছিলাম না। দল কিন্তু শক্তিশালী ছিল। অনেকে মনে করতো আওয়ামী লীগ আর ক্ষমতায় আসবে না। তাদের সেই দম্ভকে পরাভূত করে, তাদের সেই চিন্তাকে ভূলুণ্ঠিত করে আওয়ামী লীগ ক্ষমতায় এসেছে। শেখ হাসিনার নেতৃত্বে দেশ এখন অনেক দূর এগিয়েছে। মানুষের দিন বদল হয়েছে, দেশ বদলে গেছে। তবে নেতাকর্মীরা অলস হয়ে পড়লে চলবে না। জনকল্যাণে কাজ অব্যাহত রাখতে হবে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট