চট্টগ্রাম শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

সিএসসিআর হাসপাতালে তারবিহীন পেসমেকার স্থাপন

১৪ নভেম্বর, ২০১৯ | ১:৩২ পূর্বাহ্ণ

নগরীর সিএসসিআর হাসপাতালে এক রোগীর হৃদপি-ে সফলভাবে তারবিহীন পেসমেকার (মাইক্রা) স্থাপন করা হয়েছে। বাংলাদেশে এ ধরনের পেসমেকার স্থাপিত হয়েছে এটিসহ সর্বমোট ৫টি। এই অত্যাধুনিক প্রযুক্তির পেসমেকারটি স্থাপন করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের কার্ডিওলজী বিভাগের সহকারী অধ্যাপক ডা. আনিসুল আউয়াল। তাকে সহযোগিতা করেন সহযোগী অধ্যাপক ডা. ইব্রাহীম চৌধুরী। এই প্রতিস্থাপন প্রক্রিয়া সার্বিকভাবে তদারকি করেন ভারতের প্রখ্যাত কার্ডিওলজিস্ট ডা. অসিত দাশ। ডা. আনিসুল আউয়াল বলেন এই পেসমেকারটি বর্তমানে প্রচলিত পেসমেকারের চেয়ে দশ গুন ছোট এবং এর ওজন মাত্র ২ গ্রাম। তিনি আরো বলেন, মাইক্রা একটি ক্ষুদ্রাকৃতির অত্যাধুনিক তারবিহীন পেসমেকার যা সরাসরি রোগীর হৃদপি-ে স্থাপন করা হয় পায়ের শিরার মাধ্যমে। ফলে বুকের উপর কোন কাটাছেঁড়ার প্রয়োজন হয় না। চন্দনাইশ নিবাসী বেগম চেমন আরা (৭৫ বছর) এর হৃদপি-ে গত ১০ নভেম্বর এ পেসমেকারটি স্থাপন করা হয়। -বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট