চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আ.লীগের সমাবেশে তৃণমূলের হুঁশিয়ারি

উপনির্বাচনে মোছলেম ছাড়া অন্য কাউকে চাই না

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

১৪ নভেম্বর, ২০১৯ | ১:০০ পূর্বাহ্ণ

‘এখন বাদল ভাই নেই, তার আসন চট্টগ্রাম-৮ এ আপনি ছাড়া উপযুক্ত কেউ হতে পারে না। শেষ বয়সে হলেও আপনার মূল্যায়ন চাই কেন্দ্রের কাছে। এটা তৃণমূলের দাবি।’ বক্তারা হুশিয়ারি উচ্চারণ করে বলেন, বোয়ালখালীসহ সারাদেশ মঈন উদ্দিন খান বাদলকে হারিয়ে শোকে কাতর। এমন একটি সময়ে নির্বাচনে প্রার্থীর পক্ষে কথা বলা ঠিক হচ্ছে না। কিন্তু সময়তো কারও জন্য অপেক্ষা করে না। তাই আমরা শোকের পাশাপাশি একজন আপাদমস্তক রাজনীতিবিদের জন্য কেন্দ্রের কাছে আগামী উপ-নির্বাচনে মোছলেম ভাইয়ের মনোনয়নের আবেদন জানাচ্ছি। উপনির্বাচনে মোছলেম ছাড়া নৌকার মাঝি অন্যকেউ হলে গণপদত্যাগ করা হবে।

উপজেলা আ.লীগ আয়োজিত উপজেলা পরিষদ চত্বরে গত ১২ নভেম্বর কর্মী সমাবেশে বক্তারা একথা বলেন। দুপরের পর থেকে উপজেলা প্রতিটি ইউপি থেকে খ- খ- মিছিল এসে জড়ো হয় উপজেলা চত্বরে। উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক চেয়ারম্যান মোকারমের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. নুরুল আলম, ভাইস চেয়ারম্যান এস এম সেলিম, মহিলা ভাইস চেয়ারম্যান শামীম আরা বেগম, দক্ষিণ জেলা আ.লীগের শিক্ষা ও মানব সম্পদ সম্পাদক বোরহান উদ্দিন এমরান, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক শাহ নেওয়াজ হায়দার শাহিন, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. হারুন মিয়া, চেয়ারম্যান এস এম জমিস উদ্দিন, চেয়ারম্যান আবদুল মান্নান মোনাফ, চেয়ারম্যান কাজল দে, চেয়ারম্যান শামসুল আলম, চেয়ারম্যান শফিউল আজম শেফু, প্যানেল মেয়র শাহজাদা মিজানুর রহমান, আ.লীগ নেতা রেজাউল করিম বাবুল, রুস্তম আলি, অনুপ দাশ, আবদুল মন্নান, নুরুল আবছার, সাইদুর রহমান খোকা, মনসুর আলম পাপ্পী, শফিউল আলম, শফিকুল আলম, জহুরুল ইসলাম, শেখ শহিদুল ইসলাম, জাকারিয়া, রিদুয়ানুল হক টিপু, রেবেকা সুলতানা মনি, জমির উদ্দিন, আবদুল মান্নান রানা, মিজানুর রহমান সেলিম, ইকবাল হোসেন তালুকদার, জিএস হাসান, আরিফুল হাসান রুবেল, গিয়াস উদ্দিন সুমন প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট