চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

উন্মুক্ত ওসমান ভবন পর্যটকের জন্য এমপি কমলের সেবা

নিজস্ব সংবাদদাতা, রামু

১৪ নভেম্বর, ২০১৯ | ১:০০ পূর্বাহ্ণ

বিশ্বের অন্যতম পর্যটন শহর কক্সবাজারে বেড়াতে আসা পর্যটকদের নিজের বসতবাড়ি ‘ওসমান ভবনে’ বিনামূল্যে থাকার সু-ব্যবস্থা রয়েছে বলে ঘোষণা দিলেন কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সাংসদ সাইমুম সরওয়ার কমল।

ওসমান ভবনটি কক্সবাজার শহরের ৮ মাইল পূর্বে রামু উপজেলার প্রাণকেন্দ্রে । উপজেলা পরিষদের পাশে মনোরম পরিবেশে সুবিশাল ভবনে এসি/নন এসির বেশ কয়েকটি অত্যাধুনিক রুম রয়েছে। শতাধিক পর্যটকের রাত্রিযাপনের সাথে গাড়ি পার্কিং’র জন্য রয়েছে বিশাল আঙিনা। সেমিনারের সুবিধার্থে ভবনের নীচতলায় রয়েছে পরিপাটি হলরুম। সাথে রয়েছে শতাধিক লোকের ডাইনিং সুবিধা। ওসমান ভবন একজন এমপির বাড়ি হলেও সাধারণ মানুষের পদচারণায় মুখরিত বাড়িটি গত কয়েক বছর ধরে সর্বসাধারণের জন্য উম্মুক্ত করে দিয়েছেন এমপি নিজেই।

এ ব্যাপারে এমপি কমল জানান, কক্সবাজারে যারা হোটেল কক্ষ পাবে না তারা রামুর ম-লপাড়াস্থ ওসমান ভবনে অনায়াসে বিনামূল্যে থাকতে পারবেন। সেই সাথে রয়েছে ফ্রি খাবারেরও ব্যবস্থা। ওসমান ভবনে আতিথেয়তা গ্রহণ করার জন্য ০১৩১০০৬০২৩৭ নাম্বারে যোগাযোগ করার আহ্বান জানিয়েছেন এমপি কমলের পরিবারবর্গ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট