চট্টগ্রাম মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

উত্তর জেলা কৃষকদলের সম্মেলন ১৬ নভেম্বর

১৪ নভেম্বর, ২০১৯ | ১২:২৯ পূর্বাহ্ণ

চট্টগ্রাম উওর জেলা কৃষকদলের সম্মেলন আগামী ১৬ নভেম্বর শনিবার। সম্মেলনকে ঘিরে নেতাকর্মীদের মাঝে সৃষ্টি হয়েছে উৎসাহ-উদ্দীপনা। ইতোমধ্যে সম্পন্ন করা হয়েছে সকল প্রস্তুতি।

এ সম্পর্কে চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাবেক সাংগঠনিক সম্পাদক এম এ হালিম দৈনিক পূর্বকোণকে বলেন, ‘উত্তর জেলা কৃষকদলের সর্বশেষ সম্মেলন হয়েছিল ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। প্রায় দুই বছর ৯ মাস পর এবার সম্মেলন হচ্ছে। আগামী ১৬ নভেম্বর শনিবার বেলা আড়াইটায় এ সম্মেলন নগরীর নাসিমন ভবনস্থ বিএনপি কার্যালয়ের সামনে মাঠে অনুষ্ঠিত হবে। সম্মেলনে প্রধান অতিথি থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী।

এদিকে সম্মেলন সফল করার লক্ষ্যে কৃষকদল উওর জেলা শাখার এক প্রস্তুতি সভা নাসিমন ভবনস্থ দলীয় কার্যালয়ে সভাপতি ইসহাক কাদের চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক অধ্যাপক আতিকুল ইসলাম লতিফি’র সঞ্চালনায় সভায় প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিভাগীয় সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক এম এ হালিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাসিরুল কবির মনির তালুকদার, মোহাম্মদ নাসির উদ্দীন, হাজী নুরুল আমিন তালুকদার, আবিদ হোসেন মানিক, আজিজুল হক, বদিউল আলম বদরু, নুরুল আলম মেন্বার, মো. কাউসার কমিশনার, নাসির উদ্দীন সিকদার, আবু নঈম মো. নওশাদ, জুলফিকার আলী ভূট্টু, মহিউদ্দীন আহম্মেদ, নুরুল আলম কোম্পানি, মফিজুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট