চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

নগরীতে কোচিং সেন্টারে অভিযান, স্বত্ত্বাধিকারীকে অর্থদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০১৯ | ৮:১৭ অপরাহ্ণ

সারাদেশে অনুষ্ঠেয় জেএসসি ও জেডিসি পরীক্ষাকে কেন্দ্র করে সরকারি সিদ্ধান্ত অনুসারে চট্টগ্রাম জেলা প্রশাসকের নির্দেশে নগরীতে কোচিং সেন্টারগুলোতে অভিযান পরিচালনা করে আসছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ। সেই ধারাবাহিকতায় আজ বুধবার (১৩ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে জামালখান এলাকার হেমসেন লেইনে বাবলা দে কোচিং সেন্টারে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরীর নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী বলেন, কোচিং সেন্টারটিতে আজ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। এতে জেএসসি ও জেডিসি পরীক্ষা চলাকালীন সময় কোচিং সেন্টার বন্ধ রাখার সরকারি নির্দেশনা থাকার পরেও কোচিং সেন্টারটির স্বত্ত্বাধিকারী বাবলা দে তার কোচিং ব্যবসা পুরোদমে চালু রেখেছেন। অভিযানের সময় প্রায় ১শ’-এর মতো শিক্ষার্থী উপস্থিত ছিল। সরকারি নির্দেশ অমান্য করার দায়ে তিন হাজার টাকা জরিমানা ও ভবিষ্যতে সরকারি নির্দেশনা মান্য করে কোচিং সেন্টার পরিচালনা করবার মুচলেকা নিয়ে কোচিং সেন্টারটির স্বত্ত্বাধিকারী বাবলা দে’কে ছেড়ে দেয়া হয় বলেও নির্বাহী ম্যাজিস্ট্রেট।

পূর্বকোণ/আল-আমিন-রাশেদ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট