চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ এপ্রিল, ২০২৪

৪১ হাজার হতদরিদ্রকে মেয়র হেলথ কার্ড দেবে চসিক

প্রতি ওয়ার্ডের ১ হাজার পরিবারকে এই কার্ড পাবে

১৩ নভেম্বর, ২০১৯ | ৫:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন তার স্বাস্থ্যসেবা নগরবাসীর দোরগোড়ায় নিয়ে যেতে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করেছে। এই পরিকল্পনার অংশ হিসেবে নগরীর হতদরিদ্র পরিবারকে ৪১ হাজার মেয়র হেলথ কার্ড প্রদান করা হবে। প্রতিটি ওয়ার্ড থেকে ১ হাজার পরিবারকে এই কার্ড প্রদান করা হবে। এর ফলে বিনামূল্যে চিকিৎসা সেবা, ডেলিভারি, ঔষধপত্র সহ সকল চিকিৎসা সেবা ভোগ করবে মেয়র হেলথ কার্ডধারীরা। এ চিকিৎসা সেবা জানুয়ারি ২০২০ সাল হতে কার্যকর হবে বলে উল্লেখ করেন সিটি মেয়র আ. জ. ম নাছির উদ্দীন।

তিনি গতকাল মঙ্গলবার দি ওয়ার্ল্ড ব্যাংকের আয়োজনে নগরীর রেডিসন ব্লু বে-ভিউ হলে নগর এলাকায় স্বাস্থ্য, পুষ্টি এবং জনসংখ্যা প্রকল্প বিষয়ক কর্মশালার উদ্বোধনকালে এসব কথা বলেন। কর্মশালায় ওয়ার্ল্ড ব্যাংকের প্রধান স্বাস্থ্য বিশেষজ্ঞ পেট্রিক এম মুলেন, চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সামসুদ্দোহা, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের যুগ্ম প্রধান ডাক্তার মো. মহিউদ্দিন ওসমানী ও চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী বক্তব্য রাখেন। কর্মশালায় বিশ্ব ব্যাংকের প্রধান স্বাস্থ্য বিশেষজ্ঞ পেট্রিক এম মুলেন নগর স্বাস্থ্য ও পুষ্টি এবং জনসংখ্যা সম্পর্কিত তথ্য চিত্র উপস্থাপন করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট