চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

আবাসিকের সুবিধার দাবিতে কল্পলোকে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক

১৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩১ পূর্বাহ্ণ

নগরীর কল্পলোক আবাসিক এলাকায় বসবাসকারীরা আবাসিকের সুবিধা চেয়ে মানববন্ধন করেছেন। গতকাল মঙ্গলবার সকালে আবাসিক এলাকার প্রধান সড়কের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন। মানববন্ধনে এলাকাবাসী ও আবাসিক এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা বলেন, আবাসিক এলাকার ভেতরে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তা সংস্কার, রেডি মিক্স কোম্পানিগুলোর উৎপাত বন্ধ করা, আবাসিক এলাকায় বিদ্যুতায়ন নিশ্চিত করা, নিরাপত্তার জন্য চারদিকে সীমানা দেয়াল নির্মাণ ও পানির ব্যবস্থাসহ বিভিন্ন দাবী তোলেন মানববন্ধনে।
বক্তারা আরো বলেন, চউকের পক্ষ থেকে আবাসিক এলাকায় সকল ধরনের নাগরিক সুযোগ সুবিধা নিশ্চিত করার নিয়ম থাকলেও এখানে শুধু প্লট রেজিস্ট্রি দিয়েই তারা দায়িত্ব সেরেছেন। নাগরিক জীবনের কোন ধরনের সুযোগ সুবিধা এখানে নেই। বর্তমানে হাঁটাচলার উপযোগী নেই রাস্তা-ঘাট। এছাড়া, ঠিকাদারী প্রতিষ্ঠান ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং, বিশ্বাস কনস্ট্রাকশন ও স্পেক্ট্রা ইঞ্জিনিয়ারিং এর ৪০/৫০ টন ওজনের ট্রাক, লরি ও মালবাহী যানবাহনের দিনরাত চলাচলের কারণে রাস্তা ভেঙে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে।

মানববন্ধনে উপস্থিত বক্তব্য রাখেন এডভোকেট আতিক উল্লাহ চৌধুরী, মো. জামাল উদ্দিন, এডভোকেট মো. আজিজুল হক, জিয়া উদ্দিন বাবুল, মোমিনুল হক, শফিউল আলম, ইঞ্জিনিয়ার ইমতিয়াজ উদ্দিন কবির, নুরুল আমিন, আবু তাহের সওদাগর, জামাল উদ্দিন মোল্লা, আশরাফ আলী, এস এম আবু সাদেক টিটু, আহমদ সিকদার, ইসহাক চৌধুরী লিটন ও শফিক আহমেদ, আব্দুল নবী খান, জাকের হোসেন, আক্তার মিয়া, সেতারা বেগম প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট