চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

পালসার স্টান্টম্যানিয়া গ্র্যান্ড ফিনালে গালার সমাপনী

১৩ নভেম্বর, ২০১৯ | ৫:৩১ পূর্বাহ্ণ

বাইক স্টান্ট-ভিত্তিক রিয়্যালিটি শো উত্তরা মোটর্স এবং বাজাজ নিবেদিত পালসার স্টান্টম্যানিয়া’র ‘হয়ে যাও আগামী স্ট্যান্ট সুপারস্টার’ স্লোগান নিয়ে শুরু হওয়া শো-টির গ্র্যান্ড ফিনালে গালা অনুষ্ঠান গত ৮ নভেম্বর রাজধানী ঢাকার বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারের হল অব ফেম-এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক। পালসার বাংলাদেশের ফেইসবুক পেইজে ৮০০০ প্রতিযোগী রেজিস্ট্রেশন করেন, তাদের মধ্য থেকে ১০০ জন প্রতিযোগী বেছে নেয়া হয় অডিশন রাউন্ডের জন্য। সেখান থেকে ২৮ জন প্রতিযোগী উঠে আসে সেকেন্ড রাউন্ডের বুট ক্যাম্পে। থার্ড রাউন্ডেই পাওয়া যায় টপ টেন। কনটেস্ট্যান্টদের হাড্ডাহাড্ডি লড়াইয়ে এলিমিনেশনের মাধ্যমে টপ ৪ জনকে নিয়ে অনুষ্ঠিত হয় ফাইনাল রাউন্ড। মাঝে পিপলস চয়েস হিসেবে ওয়াইল্ড কার্ডের মাধ্যমে ফিরিয়ে আনা হয় ফেভারি কনটেস্ট্যান্টদের।ভোট এবং বিচারকম-লির রায়ে গ্র্যান্ড ফিনালেতে দেশের প্রথম স্টান্ট সুপারস্টার হন আব্দুল কাইয়ুম। এই সুপারস্টার পুরস্কার হিসেবে জিতে নিয়েছেন ১০ লক্ষ টাকা এবং একটি ব্র্যান্ড নিউ হাইটেক পালসার এনএস১৬০ এফ আই এবিএস বাইক। বাইকটি দেশের বাজারে একেবার নতুন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট