চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

৪ কোটি টাকার স্বর্ণের বারসহ যাত্রী আটক

শাহ আমানত

নিজস্ব প্রতিবেদক হ

১২ নভেম্বর, ২০১৯ | ২:৩৩ পূর্বাহ্ণ

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে চার কোটি টাকা মূল্যের আট কেজি স্বর্ণের বারসহ এক যাত্রীকে আটক করেছে কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল সোমবার শাহ আমানত বিমানবন্দর কাস্টম হাউজের ডেপুটি কমিশনার মো. রিয়াদুল ইসলামের পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। কাস্টম হাউজ সূত্রে জানা যায়, দুপুরে আবুধাবি থেকে বাংলাদেশ বিমানের ফ্লাইটে আসা আকতারুজ্জামান নামে এক যাত্রীকে সন্দেহ করেন কাস্টমস কর্মকর্তারা। পরে ওই যাত্রীর কাছে থাকা চারটি চার্জার লাইট ভেঙ্গে ৭০টি স্বর্ণের বার পাওয়া যায়। ওই স্বর্ণের বারগুলোর ওজন প্রায় আট কেজি এবং আনুমানিক মূল্য চার কোটি টাকা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আকতারুজ্জামান দাবি করেছে, আবুধাবি থেকে দেশে আসার সময় তার এক বন্ধু তাকে চার্জার লাইটগুলো দিয়েছে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য চলতি মাসেই ১৭৬টি স্বর্ণের বারসহ আরও এক যাত্রীকে আটক করা হয়েছিল।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট