চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চসিক এলাকায় টিকাদানে সফলতায় প্রাপ্ত সম্মাননা মেয়রের নিকট হস্তান্তর

১২ নভেম্বর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) এলাকায় টিকাদান কার্যক্রমে ধারাবাহিক সফলতায় সরকারিভাবে প্রাপ্ত সম্মাননা পুরস্কার চসিক মেয়র আলহাজ আ.জ.ম নাছির উদ্দীনের নিকট হন্তান্তর করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চসিক মেয়র দপ্তরে সংস্থার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী সম্মাননা পুরস্কারটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে টিকাদান কার্যক্রমে অসামান্য ভূমিকা রাখার জন্য সম্প্রতি জিএভিআই, দ্যা ভ্যাকসিন এলায়েন্স কর্তৃক ভ্যাকসিন হিরো ২০১৯ সম্মাননায় ভূষিত হন। যা বাংলাদেশে টিকাদান কার্যক্রমের জন্য অত্যন্ত গৌরবের বিষয়। উক্ত সম্মাননায় অসামান্য ভূমিকা রাখায় চট্টগ্রাম, রাজশাহী এবং বরিশাল সিটি কর্পোরেশনকে বিশেষ সম্মাননা পুরস্কার প্রদান করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি’র নিকট হতে সম্মাননা পুরস্কারটি চসিকের পক্ষে গ্রহণ করেন চসিক প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাক্তার সেলিম আকতার চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মো. শামসুদ্দোহা, প্রধান রাজস্ব কর্মকর্তা মুফিদুল আলম, প্রধান প্রকৌশলী লে. কর্নেল সোহেল আহমদ, সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা মো. সাইফুদ্দিন, প্রধান নগর পরিকল্পনাবিদ এ.কে.এম রেজাউল করিম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. মোহাম্মদ আলী, জোনাল মেডিকেল অফিসার ডা. মো. ইমাম হোসেন রানা, মো. রফিকুল ইসলাম, তপন কুমার চক্রবর্তী, মো. হাসান মুরাদ চৌধুরী, মুজিবুল আলম চৌধুরী, সুমন তালুকদার প্রমুখ।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট