চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

বিজিসি ট্রাস্ট ভার্সিটির ব্যবসায় প্রশাসনের ওয়ার্কশপ সম্পন্ন

১২ নভেম্বর, ২০১৯ | ২:১৫ পূর্বাহ্ণ

বিজিসি ট্রাস্ট ইউনিভার্সিটি বাংলাদেশ এর ব্যবসায় প্রশাসনের উদ্যোগে ‘কনটেম্পরারি ইস্যু’স অফ সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট’ বিষয়ক ওয়ার্কশপ ব্যবসায় প্রশাসন অনুষদের ডীন প্রফেসর রনজিত কুমার দে এর সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের আইকিউএসি মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী। ওয়ার্কশপের কীনোট স্পিকার ছিলেন বিএসআরএম গ্রুপের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের সোর্সিং এন্ড এনালেটিক্স ইনচার্জ জসিম উদ্দীন আহমদ চৌধুরী। বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এ.এফ.এম আখতারুজ্জামান কায়সার, ব্যবসায় প্রশাসন অনুষদের সহযোগী অধ্যাপক ড. মোহাম্মদ সরওয়ার উদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. সরোজ কান্তি সিংহ হাজারী বলেন, ‘সমগ্র বিশ্বে আজ আধুনিকায়ন এবং তথ্য নির্ভরতার কারনে সুনির্দিষ্ট ব্যবস্থাপনার মাধ্যমে আজ বিভিন্ন প্রতিষ্ঠান পরিচালিত হচ্ছে। একটি প্রতিষ্ঠান পরিচালনার ক্ষেত্রে বিভিন্ন ব্যক্তি, মাধ্যম জড়িত। ব্যবসায় প্রশাসন অনুষদের প্রভাষক ধীমান বড়ুয়ার সঞ্চালনায় ওয়ার্কশপে ব্যবসায় প্রশাসন অনুষদের ছাত্র-ছাত্রীরা অংশ গ্রহণ করে।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট