চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

চেম্বার সভাপতির সাথে মতবিনিময়কালে জার্মান রাষ্ট্রদূত

জিএসপি প্লাস সুবিধা গ্রহণে বাংলাদেশকে এখনই প্রস্তুতি গ্রহণ করতে হবে

১২ নভেম্বর, ২০১৯ | ২:১৪ পূর্বাহ্ণ

বাংলাদেশে নবনিযুক্ত জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ গতকাল সোমবার ওয়ার্ল্ড ট্রেড সেন্টারস্থ চেম্বার কার্যালয়ে দি চিটাগাং চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি মাহবুবুল আলমের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। এসময় চেম্বার পরিচালকবৃন্দ মো. অহীদ সিরাজ চৌধুরী স্বপন, এস. এম. আবু তৈয়ব ও সৈয়দ মোহাম্মদ তানভীর এবং জার্মানির অনারারি কনসাল মির্জা শাকির ইস্পাহানী উপস্থিত ছিলেন।

জার্মান রাষ্ট্রদূত পিটার ফারেনহোল্টজ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ স্বল্প উন্নত দেশ থেকে উন্নত রাষ্ট্রের দিকে অগ্রসর হচ্ছে। প্রায় ৮% এর উপরে অর্জিত জিডিপিকে দুই অংকে উন্নীত করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। তবে সেক্ষেত্রে জিএসপি সুবিধা থেকে বঞ্চিত হলেও জিএসপি প্লাস সুবিধা গ্রহণ করে বিনা শুল্কে পণ্য রপ্তানির সুযোগ রয়েছে যদি বাংলাদেশ এক্ষেত্রে ইউরোপিয়ান কমিশন প্রদত্ত শিশু শ্রম, সুশাসন ও শ্রম অধিকারসহ অন্যান্য শর্তাবলী পূরণ করতে পারে। আগামী ১২ থেকে ১৮ মাসের মধ্যে এসব শর্ত পূরণ করার লক্ষ্যে বাংলাদেশকে এখনই কাজ শুরু করতে হবে বলে তিনি মন্তব্য করেন। মতবিনিময় শেষে জার্মান রাষ্ট্রদূত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের এক্সিবিশন হল পরিদর্শন করেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট