চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাঙ্গুনিয়ায় বিডি ক্লিনের পরিচ্ছন্নতা অভিযান

নিজস্ব সংবাদদাতা ■ রাঙ্গুনিয়া

১২ নভেম্বর, ২০১৯ | ১:৫৯ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়া থানা সদরের আশপাশে ৩ ঘণ্টা ধরে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান চালান বিডি ক্লিনের সদস্যরা। নিজের আশপাশ পরিষ্কার রাখতে ও সচেতনতা বাড়াতে সারাদেশের মতো রাঙ্গুনিয়ায় এই অভিযানে নামে ‘বিডি ক্লিন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন। কার্যক্রমে অংশ নেয়া সবাই ছাত্র। গত শুক্রবার থেকে রাঙ্গুনিয়ায় বিডি ক্লিনের কার্যক্রম শুরু হয়েছে। থানা ভবনের সামনে ৩টার দিকে কার্যক্রমের শুরুতে মাতৃভূমিকে পরিষ্কার রাখার প্রতিজ্ঞা করিয়ে শপথবাক্য পাঠ করান রাঙ্গুনিয়া প্রেসক্লাবের সাবেক সা. সম্পাদক আব্বাস হোসাইন আফতাব। অভিযান উদ্বোধন করেন রাঙ্গুনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহবুব মিল্কি। অভিযানে অংশ নেন মো. রাকিব, তাহসান খান ইমন, রিয়াজুল ইসলাম, মো. ইকবালসহ ২৫ জন সদস্য।

সংগঠনের সদস্য মো. ইকবাল বলেন, ‘পরিচ্ছন্নতা শুরু হোক আমার থেকে’ এ সেøাগানে রাঙ্গুনিয়াব্যাপী কাজ করে বাংলাদেশের মানুষকে পরিচ্ছন্নতার বার্তা দিতে চাই। নির্দিষ্ট স্থানে ময়লা ফেলার জন্য জন্য সচেতনতা বাড়াতে এই উদ্যোগ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট