চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

সর্বশেষ:

চবি উপাচার্য ড. শিরীন আখতারের সাথে এলামনাই নেতৃবৃন্দের সাক্ষাৎ

১২ নভেম্বর, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত উপাচার্য অধ্যাপিকা ড. শিরীন আখতারকে অভিনন্দন জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ (এলামনাই)। এলামনাই নেতৃবৃন্দ গতকাল সোমবার চবি উপাচার্য ভবনে তাঁর সাথে সাক্ষাৎ করে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এ সময় উপাচার্য বিশ্ববিদ্যালয় পরিচালনায় এলামনাইদের ভূমিকার উপর গুরুত্বারোপ করেন। সাক্ষাৎকার অনুষ্ঠানে চাকসু’র সাবেক জিএস ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রাক্তন ছাত্র-ছাত্রী পরিষদ এর সভাপতি গোলাম জিলানী চৌধুরী উপাচার্যকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। তিনি চবিতে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার ক্ষেত্রে উপাচার্যের দক্ষতা ও যোগ্যতার প্রশংসা করে তাঁকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।

সাক্ষাৎকার অনুষ্ঠানে এলামনাই নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক মাহফুজুল হক চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি ও সিনেট সদস্য শ. ম নজরুল ইসলাম, সহ-সভাপতি এবং চবি’র সিন্ডিকেট সদস্য অধ্যাপক ড. মোজাফফর আহমদ চৌধুরী, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আলী চৌধুরী, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রাক্তন প্রধান শিক্ষা কর্মকর্তা অধ্যাপক মির্জা মুহম্মদ শহিদুল্লাহ, অধ্যাপক স্বরুপানন্দ রায়, অধ্যাপক দিলীপ কুমার দত্ত, এসএম জাকের হোসাইন, অধ্যাপক আনন্দ মোহন রক্ষিত, মো. ফরিদ আহমদ, এবিএম সরওয়ার জাহান কচি, মো. শরীফ, ফরিদুল আলম, মুজতবা কামাল, মো. নুরুল আমিন, নুরুল ইসলাম খান প্রমুখ।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট