চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৮ মার্চ, ২০২৪

সর্বশেষ:

রবিউল আউয়ালের সমাবেশে সৈয়দ সাইফুদ্দীন

ইনসাফ সম্প্রীতি ও মানব কল্যাণই ছিল মহানবীর (দ.) আদর্শ

১২ নভেম্বর, ২০১৯ | ১:৫০ পূর্বাহ্ণ

মহানবীর (দ.) এর দুনিয়ায় শুভাগমন দিবস ১২ রবিউল আউয়াল রাজধানী ঢাকার মিরপুরে আন্জুমানে রহমানিয়া মইনীয়া মাইজভা-ারীয়ার উদ্যোগে ও মাইজভা-ার দরবার শরীফের ইমাম হযরত শাহসূফি মাওলানা সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানীর নেতৃতে লাখো লাখো নবীপ্রেমী জনতার অংশগ্রহণে জশনে জুলুস বের করা হয়েছে। কালেমা খচিত বিভিন্ন ফেস্টুন, ব্যানার, প্লেকার্ড, জাতীয় ও সংগঠনের পতাকা হাতে ধর্মীয় মানব শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা স্লোগানে স্লোগানে রাজধানীর রাজপথ প্রকম্পিত করে তুলে। গত রবিবার সকালে মিরপুর-১ দারুস সালাম রোড থেকে জশ্নে জুলুস শুরু করে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে অনুষ্ঠিত হয় আন্তর্জাতিক শান্তি মহাসমাবেশ। এতে প্রধান অতিথির বক্তব্যে সৈয়দ সাইফুদ্দীন আহমদ আল্-হাসানী বলেছেন, মানবজাতিসহ সমগ্র সৃষ্টি জগতের মাঝে আজ অফুরান আনন্দের হিল্লোল বয়ে যাচ্ছে। কেননা, ১২ রবিউল আউয়ালের এই দিনে পুরো জগতকে আলোকিত করে তশরিফ এনেছেন মানবজাতির মুক্তির দিশারী হযরত মুহাম্মদ (দ.)। ইনসাফ সম্প্রীতি ও মানব কল্যাণই ছিল মহানবীর (দ.) আদর্শ। অনুষ্ঠানের উদ্বোধক ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক এমপি। বিশেষ অতিথি ছিলেন শাহজাদা সৈয়দ মাশুক-এ-মইনুদ্দীন, সৈয়দ হাসনাইন-এ-মইনুদ্দীন, পার্লামেন্ট অব ওয়ার্ল্ড সূফিজের সাংগঠনিক সম্পাদক ড. আহমদ তিজানী বিন ওমর, আনজুমান সাবেক সভাপতি মোহাম্মদ ইকবাল রিছালপুরী।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট