চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৫ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রাম কলেজে বিজ্ঞান মেলা সম্পন্ন

৬ নভেম্বর, ২০১৯ | ২:৩২ পূর্বাহ্ণ

বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে চট্টগ্রাম কলেজে ‘বিজ্ঞান মেলা-২০১৯’ সম্পন্ন হয়েছে। গতকাল মঙ্গলবার কলেজ ছাত্র মিলনায়তনে ছাত্র-ছাত্রীরা মোট ১১টি প্রজেক্ট উপস্থাপন করে। বিজ্ঞান মেলার উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মুজিবুল হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোজাহেদুল ইসলাম চৌধুরী। সভাপতিত্ব করেন বিজ্ঞান মেলা আয়োজন কমিটির আহ্বায়ক প্রফেসর জাহেদা সুলতানা। এছাড়া কলেজের বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষকমন্ডলী, ছাত্র প্রতিনিধি এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। প্রধান অতিথি বলেন ‘লেখাপড়ার পাশাপাশি বিজ্ঞান চর্চায় এগিয়ে থেকে ও বিজ্ঞান মনস্ক হয়ে দেশ গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখতে হবে। মেলায় ‘৩৬০ ডিগ্রি সিকিউরটি সিস্টেম’ প্রজেক্ট উপস্থাপন করে চ্যাম্পিয়ন হয় উচ্চ মাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীরা (ইসতিয়ামুল হক চৌধুরী, সুজয় দাশ, অংকন দে, রুবাইয়া ই জামান, সন্তু দাশ ও তাহসিন তাজওয়ার)। ‘মাটিবিহীন চাষ’ প্রজেক্ট উপস্থাপন করে প্রথম রানার আপ এবং ‘শান্তির উপত্যাকা’ প্রজেক্ট উপস্থাপন করে দ্বিতীয় রানার আপ হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে উদ্ভিদ বিজ্ঞান বিভাগ ও গণিত বিভাগ। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক সুভাষ চন্দ্র দাশ ও গণিত বিভাগের প্রভাষক ফয়সল মুহাম্মদ মঈনুল কাদের।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট