চট্টগ্রাম শুক্রবার, ২৯ মার্চ, ২০২৪

রাজস্থলীতে ৪১টি পরিবার পেল দুর্যোগ সহনীয় ঘর

৩১ অক্টোবর, ২০১৯ | ৪:১১ পূর্বাহ্ণ

রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় প্রধানমন্ত্রীর অগ্রাধিকারভিত্তিক প্রকল্পের আওতায় গৃহহীনদের জন্য নির্মিত দুর্যোগ সহনীয় ঘর পেল ৪১টি পরিবার। ঘর পেয়ে আনন্দিত পরিবারগুলো। গত ২৯শে অক্টোবর সকালে বাঙ্গালহালিয়া ইউনিয়নের হেডম্যান পাড়ার প্রতিবন্ধী সাচিউ মারমা খুশিতে আত্মহারা। রাঙ্গামাটি জেলার জেলা প্রশাসক একেএম মামুনুর রশিদকে উপকারভোগী সাচিউ মারমা বলেন, আমরা স্বামী একজন দিনমজুর। অনেক কষ্টের মাধ্যম একটি বেড়ার ঘর নির্মাণ করে একটি শিশু বাচ্চা নিয়ে জীবনযাপন করছি। টিভিতে দেখলাম প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘর করে দিচ্ছে, শুনে বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের নিকট আবেদন করলে তিনি উপকারভোগীর তালিকায় আমার নাম অন্তর্ভুক্ত করেন। প্রায় আড়াই লাখ টাকা দিয়ে আমাকে একটি দৃষ্টিনন্দন বসত ঘর নির্মাণ করে দেওয়াই প্রধানমন্ত্রীর জন্য সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি। জানা গেছে সরকার দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অধীনে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ (টিআর) কর্মসূচির আওতায় প্রতিটি ঘরের জন্য ব্যবহার করা হয়েছে ৪৬০ এম.এম রঙ্গিন টিন, দুই কক্ষ বিশিষ্ট ঘর ছাড়াও রয়েছে একটি লম্বা করিডর ও একটি ল্যাট্রিন। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ২০১৬-১৭ইং সনে ২৪টি ঘরের প্রতিটিতে ১লক্ষ টাকা করে ব্যয় করা হয় এবং ২০১৮-১৯ইং সনে ১৭টি ঘরে ২লক্ষ ৫৮ হাজার ৫৩১ টাকা করে ব্যয় হয়। সর্বমোট রাজস্থলী উপজেলা ৪১টি গৃহহীন পরিবারকে তিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানদের উপকারভোগী নির্বাচনের মাধ্যমে ৪১টি ঘর নির্মাণকাজ শেষ করে বুঝিয়ে দেওয়া হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার শেখ ছাদেক বলেন, প্রধানমন্ত্রীর অগ্রাধিকার প্রকল্পের দুর্যোগ সহনীয় গৃহনির্মাণ সার্বিকভাবে বাস্তবায়ন করা হয়েছে। কাজের গুণগতমান খুবই ভালো হয়েছে।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট