চট্টগ্রাম শনিবার, ২০ এপ্রিল, ২০২৪

সর্বশেষ:

নাগরিক স্মরণ সভায় বক্তারা মোখতার আহমদ ছিলেন সৎ ও ত্যাগী নেতা

২৩ অক্টোবর, ২০১৯ | ২:৩৬ পূর্বাহ্ণ

’৬০ এর দশকের তুখোড় ছাত্রনেতা মুক্তিযোদ্ধা মোখতার আহমদের ১৩তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে গত সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে মোখতার আহমদ নাগরিক স্মরণ সভা কমিটির উদ্যোগে অনুষ্ঠিত হয়।

সাবেক সংসদ সদস্য মজহারুল হক শাহ্র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন ড. অনুপম সেন। মো. খোরশেদ আলমের সঞ্চালনায় এতে প্রধান বক্তা ছিলেন মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান, বিশেষ অতিথি ছিলেন দক্ষিণ জেলা আ. লীগের সাধারণ সম্পাদক মুফিজুর রহমান, ওয়াসিকা আয়েশা খান এমপি, মুক্তিযোদ্ধা ডা. আবু ইউসুফ চৌধুরী, মুক্তিযোদ্ধা এম. রেজাউল করিম চৌধুরী, এডভোকেট আ.ক.ম সিরাজুল ইসলাম চৌধুরী, মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইদ্রিস, প্যানেল মেয়র চৌধুরী হাসান হাসনী, সুপ্রভাত বাংলাদেশের সহযোগী সম্পাদক কামরুল হাসান বাদল, প্রদীপ দাস, কাউন্সিলর গোলাম মোহাম্মদ জোবায়ের, ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন চৌধুরী খোকা, বাঁশখালী চা বাগানের ম্যানেজার আবুল বাশার। বক্তব্য রাখেন মরহুমের নাতনী শুভা মামুন, মুক্তিযোদ্ধা ফজল আহমদ, অসিত সেন, এডভোকেট আজিজ উদ্দীন হায়দার, দিদার আশরাফী, কে.এম সালাহ উদ্দীন, প্রেমানন্দ, মোস্তাফা কামাল দুলাল, আমিরুল কবির সিকদার, রায়ান জান্নাত, আবুল কালাম, ঋষিকেশ বিশ্বাস, শফিক মেম্বার, আসিক ইকবাল, সঞ্জিত বড়–য়া, হারুনুর রশিদ, মোহাম্মদ সিরাজ, দাউদ মানিক, আতাউল্লাহ আল আজাদ, জিয়া উদ্দীন আরিফ, জিয়াদ সিকদার, মনছুর উদ্দীন প্রমুখ।

প্রধান অতিথি বলেন, মোক্তার আহমদ ছিলেন একজন সৎ, ত্যাগী ও আদর্শবান নেতা। বঙ্গবন্ধুর রেখে যাওয়া স্বপ্ন সোনার বাংলা প্রতিষ্ঠার লক্ষে আজীবন সংগ্রাম করে গেছেন, নীতি আদর্শের প্রশ্নে কোনদিন আপোষ করেননি। তিনি এই ত্যাগী নেতার পথ অনুসরণ করে এই প্রজন্মের সকলকে মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠনের সাথে একাত্বতা প্রকাশ করার আহবান জানান।
সভায় আরো উপস্থিত ছিলেন মরহুম মোখতার আহমদের পত্নী আঙ্গুর বেগম ও ছেলে রাসেদ মামুন, নজরুল ইসলাম মোস্তাফিজ। সকাল ১০ টায় মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট